বর্ধমান শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাঁকা নদী সংলগ্ন একটি বড় মাঠকে কেন্দ্র করে সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ওই মাঠে ইন্ডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ছিল। যে কারণে বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশন মাঠটিকে ঘিরে ফেলেছে। দেওয়া হয়েছে উঁচু প্রাচীর। তৈরি হয়েছে সুদৃশ্য তোরণ। পৌরসভার উদ্যোগে আলো ও পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : বিয়ের একদিনও কাটল না, আনন্দ আয়োজনে শুধুই কান্না! নববিবাহিতের মর্মান্তিক পরিণতি
সেই মাঠে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু তারমধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। কারণ এদিন সোমবার দুপুরে আচমকা ওই মাঠে হাজির হন একদল ব্যক্তি। তাঁরা দাবি করেন, মাঠের একটি বড় অংশ তাঁদের জমি। তাঁদের দাবি, মোট ৩১ কাঠা জায়গার মালিকানা তাঁদের নামে রয়েছে। বাকি অংশ সেচ দফতরের অধীনে।
আরও পড়ুন : শুধু মুম্বই নয়, আলোচনায় খাড় গ্রামও! প্রতিমা তৈরিতে ‘ম্যারাথন মোড’ অন
এরপরেই তাঁরা জমির দখল নেওয়ার দাবিতে মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে পিলার ও প্রাচীর দেওয়ার কাজ শুরু করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। খবর যায় পুলিশের কাছেও। পুলিশ এসে ওই ব্যক্তিদের দ্রুত কাজ বন্ধ করার নির্দেশ দেয়। পাশাপাসি জমির মালিকানা সংক্রান্ত নথি নিয়ে তাঁদের থানায় হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ‘এক পা দূরে ছিল মৃত্যু’, অবিশ্বাস্যভাবে উদ্ধার হল বিরল প্রজাতির প্রাণী
অন্যদিকে কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কাছে লিখিত অনুমতি রয়েছে সেচ দফতরের। খেলার স্বার্থে এই মাঠ ব্যবহারের জন্য সেচ দফতরই অনুমোদন দিয়েছে বলে দাবি তাঁদের। বিষয়টি নিয়ে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা জমির মালিকানা দাবি করছেন তাঁদের নথিপত্র খতিয়ে দেখা হবে। সমস্ত দিক বিচার করে তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্টেডিয়ামের স্বপ্নে জল?