বিয়ের একদিনও কাটল না, আনন্দ আয়োজনে শুধুই কান্না! নববিবাহিতের মর্মান্তিক পরিণতি
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
রবিবারই বিয়ে হয়েছিল। সোমবার সকালে ধাত্রীগ্রামে একটি কাজে এসে বাইক নিয়ে। কিন্তু আর দেখা হল না নববধূর সঙ্গে।
পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: একের পর এক সড়ক দুর্ঘটনা বুক কাঁপিয়ে দিচ্ছে পূর্ব বর্ধমানের। মাত্র কয়েক দিনের ব্যবধানে জেলায় আবারও একদিকে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু, অন্যদিকে ফের বাস দুর্ঘটনায় দুই যাত্রীর প্রাণহানি। ফলে গোটা জেলাজুড়ে নেমেছে শোকের ছায়া, বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক।
সোমবার সকালে কালনা থানার ধাত্রীগ্রাম বিয়ার ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিনাপুর গ্রামের যুবক মিরাজ শেখ। জানা গিয়েছে, রবিবারই তাঁর বিয়ে হয়েছিল। সোমবার সকালে ধাত্রীগ্রামে একটি কাজে এসে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আজ তাঁর দেহের ময়নাতদন্ত হবে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে নববধূর পরিবারে।
advertisement
advertisement
অন্যদিকে এই দিন সকালে কেতুগ্রামের চরখি নতুন টোল প্লাজার সামনে ঘটে গেল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। কেতুগ্রামের দেবপুর গ্রামের দুই যাত্রী সোমনাথ চোঙদার এবং মোহাম্মদ টিপু সুলতান এসবিএসটিসি বাস থেকে ছিটকে পড়ে প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত যাত্রীভর্তি বাসে দাঁড়িয়ে যাত্রা করছিলেন তাঁরা। বাসের খোলা দরজা গিয়ে ধাক্কা মারে গার্ডরেলে, মুহূর্তের মধ্যে দু’জন সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পরও বাস থামেনি, পালিয়ে যায়। বহুক্ষণ রাস্তায় পড়ে ছিলেন আহতরা। বাসচালকের বেপরোয়া গাড়ি চালানো ও যাত্রীসংখ্যা নিয়ন্ত্রণ না করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন মৃতদের পরিজন ও গ্রামবাসীরা। তাঁদের দাবি, প্রতিদিন এই রুটে নজরদারির অভাবে এই ধরনের ঘটনা ঘটছে।শুক্রবারই বর্ধমানে এক বাস দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারান। তার কয়েক দিনের মধ্যে ফের একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বলছেন, নিয়মিত নজরদারি ও যাত্রী সুরক্ষার ব্যবস্থা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 7:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের একদিনও কাটল না, আনন্দ আয়োজনে শুধুই কান্না! নববিবাহিতের মর্মান্তিক পরিণতি