সবার চোখের সামনে হাতসাফাই, বুঝতে পারল না কেউ! সব কারসাজি ধরা পড়ল সিসিটিভিতে

Last Updated:

সকালে মিলন দত্ত মোটর বাইকটিকে রেখে দোকানের ভিতরে কাজের জন্য যান। কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করেন দোকানের সামনে তার বাইকটি নেই।

দিনেদুপুরে বাইক চুরি। (প্রতিকী ছবি, সৌজন্যে AI)
দিনেদুপুরে বাইক চুরি। (প্রতিকী ছবি, সৌজন্যে AI)
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবর: দিনেদুপুরে নকল চাবি দিয়ে দুঃসাহসিকভাবে মোটর বাইক চুরি। ইতিমধ্যে চুরি করার সিসিটিভি ফুটেজ সামনে এল। যে ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূমের রামপুরহাট শহরের দেশবন্ধু রোডের ঘটনা।
জান গিয়েছে, দেশবন্ধু রোডের ওপর একটি দোকানের সামনে থেকে বাইকটি চুরি করা হয়েছে। গত ১৭ আগস্ট রবিবার সকাল ছ’টা দশ মিনিট নাগাদ ওই দোকানের কর্মী মিলন দত্ত মোটর বাইকটিকে রেখে দোকানের ভিতরে কাজের জন্য জান। সে সময় দোকানের ভিতরে কাজ চলছিল। সকাল ন’টা চল্লিশ মিনিট নাগাদ তিনি লক্ষ্য করেন দোকানের সামনে তার মোটর বাইকটি নেই।
advertisement
advertisement
তারপর সিসিটিভি ফুটেজ খতিয়ে তিনি দেখতে পান, এক দুষ্কৃতী মোটরবাইকটি চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। বিলম্ব না করে খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।
advertisement
আরও পড়ুন : বাজারে হাঁসের ছড়াছড়ি, ক্রেতাদের লম্বা লাইন! হঠাৎ তুঙ্গে চাহিদা, কারণ জানলে চমকে যাবেন
উল্লেখ্য, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সকাল আটটা ৪২ মিনিট নাগাদ এক দুষ্কৃতী ওই দোকানের সামনে এসে বাইকটি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। তারপর সুযোগ বুঝে নকল চাবির সাহায্যে বাইকটি চুরি করে চম্পট দেয়। এই চুরির ঘটনা সামনে আসতেই রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এভাবে দিন দুপুরে চুরির ঘটনা সামনে আসার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবিও উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সবার চোখের সামনে হাতসাফাই, বুঝতে পারল না কেউ! সব কারসাজি ধরা পড়ল সিসিটিভিতে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement