পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৩৯ জনই বর্ধমান শহরের বাসিন্দা। এই শহরে বুধবার ৮৬ জন আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ২৯ জন। তিন দিনে ৪ গুণেরও বেশি সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যাপক উদ্বিগ্ন জেলা প্রশাসন। বাসিন্দাদের সচেতন করতে তৎপরতা আরও বাড়ানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গত ২৪ ঘন্টায় মেমারি পৌরসভা এলাকাতে ১৯ জন আক্রান্ত হয়েছেন। কালনা পৌরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। এছাড়া গুসকরা পৌরসভা এলাকায় দুজন ও কাটোয়া পৌরসভা এলাকায় একজন করোনা আক্রান্ত হয়েছেন।
advertisement
আরও পড়ুন: ত্রিপুরায় নয়া রাজনৈতিক সমীকরণ, সুদীপ রায় বর্মণের এক পদক্ষেপেই ফের তীব্র গুঞ্জন!
শুধু বর্ধমান শহর নয়, বর্ধমান শহর লাগোয়া বর্ধমান ১ নম্বর ব্লকে২৪ জন ও বর্ধমান দু'নম্বর ব্লকে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গলসি ১ নম্বর ব্লকের করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন। ভাতার ব্লকে ১০ জন আক্রান্ত হয়েছেন। জামালপুর ব্লকের করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। মেমারি এক নম্বর ব্লকে ১২ জন ও মেমারি দু'নম্বর ব্লকের ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলকোট ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন।
আরও পড়ুন: ফের আসরে SFI, রেড ভলান্টিয়ার্সের পর এবার শুরু নতুন জনমুখী পরিষেবা! জানুন...
পূর্বস্থলী ১ নম্বর ব্লকে পাঁচজন ও পূর্বস্থলী দুই নম্বর ব্লকে তিনজন আক্রান্ত হয়েছেন। রায়না এক নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। রায়না দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। জামালপুর ব্লকের করোনা আক্রান্ত হয়েছেন ১৩ জন। কালনা ১ নম্বর ব্লকে সাত জন ও কালনা দু'নম্বর ব্লকে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। কাটোয়া ১ নম্বর ব্লকের একজন, কাটোয়ার দু'নম্বর ব্লকে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।