চিকিৎসায় গাফিলতির এই গুরুতর উঠেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের (Bardhaman Medical College Hospital) প্রসূতি বিভাগের বিরুদ্ধে। বর্ধমান থানায় চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসূতি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে এর আগেও। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সচেতন থাকা হবে বলে বারে বারেই আশ্বাস দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তার পরও যে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে তা এই সদ্যোজাতর ঘটনা আরও একবার প্রমাণ করলো বলে অভিযোগ করছেন অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরা।
advertisement
আরও পড়ুন- কী কাণ্ড! বাইরে সারাক্ষণ নিরাপত্তারক্ষী, তবু বর্ধমানের টাউনশিপে বারবার ঘটছে এমন ঘটনা
প্রসূতি ও তার পরিবারের অভিযোগ, গত ৬ ই নভেম্বর সকাল ৫.২৫ মিনিট নাগাদ নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা সেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালের ভর্তি হন। অভিযোগ, প্রসব বেদনায় কাতর হয়ে তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বারে বারে ডাকলেও তাদের তরফে কোনও রূপ সাড়া পাওয়া যায়নি। এমনকি তারা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ। এরপরই কেউ না থাকায় প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পরে যায় বলে অভিযোগ।এখন সদ্যোজাত আইসিইউ তে ভর্তি।
আরও পড়ুন- টহল দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পুলিশ, গুরুতর আহত হুগলির গুড়াপ থানার ওসি
অভিযোগ, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি। পুলিশে অভিযোগ দায়ের হলেও এই ঘটনার কথা তাদের জানা নেই বলে জানিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, "এই ধরণের ঘটনা কখনই কাঙ্ক্ষিত নয়। তবে আমরা এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তার যথাযথ তদন্ত হবে।"
শরদিন্দু ঘোষ