সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হলেও, পুরানো পদ্ধতিকে কাজে লাগিয়েই এতদিন চলছিল চিকিৎসা ও রোগীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। বিভিন্ন হরমোনাল পরীক্ষা করা হত প্রাচীন ‘এলাইজা’ পদ্ধতিকে কাজে লাগিয়ে। তবে, এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এ ধরনের পরীক্ষায় ব্যবহৃত হতে চলেছে অত্যাধুনিক পদ্ধতি ‘ইলেক্ট্রো কেমলুমিনেশন’ প্রক্রিয়া। এর আগে এ ধরনের পরীক্ষার জন্য সেন্ট্রাল ল্যাব অথবা বেসরকারি সংস্থার দ্বারস্থ হতে হত রোগী সহ রোগী পরিজনদের।
advertisement
আরও পড়ুন: জলে ভাসছে হাসপাতাল…! সমস্যায় রোগী, পরিজন থেকে চিকিৎসকরা
এবার থেকে এই সব পরিষেবায় মিলবে উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম ব্যস্ত মেডিক্যাল কলেজ বারাসাতে। বারাসাত মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্রে এদিন ট্রায়ালের সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সুহৃতা পাল, এমএসভিপি অভিজিৎ সাহা, বিভিন্ন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান সহ জুনিয়র চিকিৎসকেরাও। ল্যাব টেকনিশিয়ান ও জুনিয়র চিকিৎসক সহ পড়ুয়াদের মেশিনের কাজ সম্পর্কেও যাবতীয় তথ্য প্রদান করেন প্রিন্সিপাল ও এমএসডিপি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বারাসাত মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, “এবার থেকে সমস্ত ধরনের পরীক্ষা করা সম্ভব হবে এই মেডিক্যাল কলেজে। প্রধানত বিভিন্ন থ্যালাসেমিয়া, ক্যানসারের মত মরণাপন্ন ব্যাধিগুলির পরীক্ষার ক্ষেত্রেও আর অন্যত্র যেতে হবে না। সমস্তটাই বিনামূল্যে বারাসাত মেডিক্যাল কলেজের পক্ষ থেকে পরিষেবা দেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের উদ্দেশ্য। অত্যাধুনিক এই চিকিৎসা পদ্ধতি চালু হওয়ায় জেলার মানুষ বাড়তি সুবিধা পাবেন চিকিৎসা ক্ষেত্রে বলেই মনে করা হচ্ছে।”
Rudra Narayan Roy