বারাসত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। সোমবার সকালে বারাসতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটাডোরের সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের। তড়িঘড়ি যুবককে নিয়ে আসা হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন:শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেশখালিতে সিবিআইয়ের হাতে ধৃত দুরন্ত মোল্লা
ময়নাতদন্তের পর মঙ্গলবার সন্ধ্যায় যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, তখন দেখা যায় যুবকের একটি চোখ ‘খুবলে’ তুলে নেওয়া হয়েছে। এই ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। হাসপাতালের গেটের সামনে শুরু হয় বিক্ষোভ। ঘটনাচক্রে, তখনই ঠাকুরনগর থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কনভয় আসতে দেখে অভিযোগ জানানোর জন্য এগিয়ে যায় মৃত যুবকের পরিবার। তাঁদের দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রীও। অভিযোগ শোনার পর যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
অবশ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইঁদুরেই মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য দফতরকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
