Barasat Hospital Case: হাসপাতালের মর্গে চোখ খুবলে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন, বারাসত কাণ্ডে কড়া স্বাস্থ্য দফতর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
সোমবার সকালে বারাসতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটারর সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের।
বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মৃত যুবকের চোখ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ যত দ্রুত সম্ভব ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে৷ বারাসত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর৷
সোমবার সকালে বারাসতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটারর সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের। এরপরই তড়িঘড়ি এলাকার লোকজন ও বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
advertisement
ময়নাতদন্তের পর এ দিন সন্ধ্যায় ওই যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ অভিযোগ, তখন দেখা যায় ওই যুবকের একটি চোখ খুবলে তুলে নেওয়া হয়েছে৷ এই ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন৷ হাসপাতালের গেটের সামনে শুরু হয় বিক্ষোভ৷ ঘটনাচক্রে, তখনই ঠাকুরনগর থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর কনভয় আসতে দেখে অভিযোগ জানানোর জন্য এগিয়ে যায় মৃত যুবকের পরিবার৷ তাঁদের দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রীও৷ অভিযোগ শোনার পর যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ মৃত যুবকের পরিবারের একজনের চাকরিরও আশ্বাস দেন তিনি৷
advertisement
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইঁদুরেই মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে৷ যত দ্রুত সম্ভব স্বাস্থ্য দফতরকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 10:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Hospital Case: হাসপাতালের মর্গে চোখ খুবলে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন, বারাসত কাণ্ডে কড়া স্বাস্থ্য দফতর

