Sheikh Shahjahan Sandeshkhali: শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেশখালিতে সিবিআইয়ের হাতে ধৃত দুরন্ত মোল্লা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
এতদিন পর গতকাল CBI দফতরে হাজিরা দিতে যায় দুরন্ত মোল্লা। তখনই জিজ্ঞাসাবাদ এর পর তাকে গ্রেফতার করে CBI৷
সন্দেশখালি: তাঁকে গ্রেফতার করতে গিয়ে আহত হয়েছিলেন ইডি আধিকারিকেরা৷ এবার সেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরেক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ED-এর উপরে হামলার ঘটনায় দুরন্ত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
রেশন দুর্নীতি মামলায় ২০২৪ সালের ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ED আধিকারিকেরা। তখনই ED আধিকারিকদের উপরে হামলা চালায় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং অনুগামীরা।
advertisement
সেই হামলায় যাদের নাম এবং ছবি প্রকাশ্যে এসেছিল, তাদের মধ্যে অন্যতম এই দুরন্ত মোল্লা। দুরন্ত মোল্লাকে বহুদিন ধরে CBI খুঁজছে। এমনকি, তার বাড়িতে নোটিস পর্যন্ত দিয়ে এসেছে।
advertisement
এতদিন পর গতকাল CBI দফতরে হাজিরা দিতে যায় দুরন্ত মোল্লা। তখনই জিজ্ঞাসাবাদ এর পর তাকে গ্রেফতার করে CBI৷
আজ বুধবার তাঁকে আদালতে তুলবে সিবিআই। সূত্রের খবর, ধৃত দুরন্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 26, 2025 11:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sheikh Shahjahan Sandeshkhali: শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, সন্দেশখালিতে সিবিআইয়ের হাতে ধৃত দুরন্ত মোল্লা

