পুরুষ ও মহিলাদের পাশাপাশি শিশু থেকে প্রবীণ- সকলের জন্যই ছিল পৃথক বিভাগ। চার বছর বয়সী ক্ষুদেদের যোগাসন প্রদর্শনী থেকে শুরু করে ৬০-৬৫ বছর বয়সী অভিজ্ঞ প্রতিযোগীদেরও পেশিশক্তির প্রদর্শনী- সব মিলিয়ে রীতিমতো নজর কেড়েছে এদিনের অনুষ্ঠান। মঞ্চে প্রতিযোগীরা বিভিন্ন ভঙ্গিমায় নিজেদের শারীরিক গঠন ও ফিটনেস তুলে ধরেন।
আরও পড়ুন : সারাবছর চাহিদা, ঘর থেকে মাল নিয়ে যাবে সবাই! চাষ করে মালামাল গোবরুর কৃষক, জমি থাকলে দারুণ বিজনেস
advertisement
যা দেখে দর্শক আসনে বসে থাকা মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে শরীরচর্চার প্রতি আরও আগ্রহী ও সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন। তাদের মতে, শারীরিক সুস্থতা বজায় থাকলে মানসিক বিকাশও ত্বরান্বিত হয়- এই বার্তাই ছড়িয়ে দেওয়া ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই শো দেখতে আসা উৎসাহী মানুষজন জানালেন, শারীরিক গঠন এভাবে গড়ে তোলা নিতান্তই সাধনার বিষয়। শরীর চর্চার পাশাপাশি মানসিক দিক থেকেও অনেকটাই সুস্থ করে তোলে মানুষকে। ছোট ছোট ছেলে মেয়েরাও যোগব্যায়াম যেভাবে করছে তাতে, শারীরিক বিকাশও ঘটছে তাদের দ্রুত। আর এই শো দেখে অনেকেই উৎসাহিত হবেন। সব মিলিয়ে বারাসাতের এই বডি বিল্ডিং শো জেলা সদর শহরকে শরীরচর্চার এক নতুন দিশা দেখাল।





