গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে অনেকটাই স্বাভাবিক থাকল সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধের কারণে যানজটের ছবি। মূলত, পন্যবাহী ভারি গাড়িগুলিকে বিরাটি ও মধ্যমগ্রাম সোদপুর রোড ব্যবহার করে কল্যাণী এক্সপ্রেস ওয়ের মাধ্যমে বের করে দেওয়ার কারণে বারাসতের ওপর পড়ল না ব্যাপক চাপ। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে, ডাক বাংলো মোড় থেকে কলোনি মোড় হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গাড়িগুলিকে। গুরুত্বপূর্ণ বারাসত ইভিনিং কলেজের সামনে থাকা লেভেল ক্রসিংয়ের কারণেও সমস্যায় পড়তে হয়েছিল। তবে এবার যেন অনেকটাই স্বাভাবিক দেখাল রাতের বারাসতকে। তবে সাময়িক যানজট দেখা গিয়েছে বলেই জানাচ্ছেন স্থানীয় এলাকার মানুষজন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
গুরুত্বপূর্ণ ফ্লাইওভারটি সংস্কারের প্রয়োজন রয়েছে, ফলে যে সামান্য অসুবিধার সৃষ্টি হচ্ছে তা বৃহত্তর স্বার্থে অনেকেই মেনে নিচ্ছেন। প্রতিদিন কলোনি মোড় ব্যবহার করে প্রায় ৮০ হাজার গাড়ি যাতায়াত করে। সেই জায়গায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ফ্লাইওভার সহ সংযোগস্থলের এই রাস্তা সপ্তাহের শেষে বন্ধ থাকায় কিছুটা হয়রানির শিকার হতেই হচ্ছে যানচালকদের। ওই দিনগুলিতে রাস্তায় অতিরিক্ত ট্রাফিক পুলিশরা থাকছেন দায়িত্ব সামলাতে। ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় জানান, পরিস্থিতি পর্যালোচনা করে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক সমস্যা তৈরি হলেও তা সমাধানে প্রস্তুত জেলা ট্রাফিক। কিছু ক্ষেত্রে যান নিয়ন্ত্রণ করে, অন্য বিকল্প রাস্তা ব্যবহার করে মিলেছে অনেকটাই ফল। ফলে আগামী কয়েক সপ্তাহ জেলা প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনাতেই সপ্তাহান্তে ওই কয়েকদিন চলবে জেলা সদর শহর বারাসতের ফ্লাইওভার সংস্কার ও যান নিয়ন্ত্রণ। তাই বিমান ধরতে যাওয়া হোক বা গন্তব্য, হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়েই বেরোবেন ওই সময় গুলিতে।
Rudra Narayan Roy