TRENDING:

Barasat Blast: বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়

Last Updated:

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থলে থেকে সামান্য দূরে বাঁশ বাগানেও বাজি তৈরির মশলা পাওয়া গিয়েছে। সেখানে পলিথিনের ছাউনি খাটিয়ে চলত বাজি তৈরি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত: কোনও দেহ গাছে ঝুলছে, কোথাও দেহ ছিটকে এসেছে পাশের বাড়ির ছাদে৷ বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণের ফলে মৃত্যুমিছিল বারাসাতের দত্তপুকুরের নীলগঞ্জে৷ সূত্রের খবর অনুযায়ী এখনও আটজনের মৃতদেহ পাওয়া গিয়েছে৷ আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে৷ তবে প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে চলছিল এই বেআইনি বাজি কারখানা? প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ বাজি তৈরির খোঁজ পাওয়া গিয়েছে বাঁশ বাগানেও৷
বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়
বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়
advertisement

শামসুল ওরফে খুদের বাড়িতেই বাজির কারখানা৷ এই বাড়ির কারখানাতেই ঘটে বিস্ফোরণ৷ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনাস্থলে থেকে সামান্য দূরে বাঁশ বাগানেও বাজি তৈরির মশলা পাওয়া গিয়েছে। সেখানে পলিথিনের ছাউনি খাটিয়ে চলত বাজি তৈরি৷ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বারুদ, স্টোনচিপস্৷ প্লাস্টিকের বস্তায় ভর্তি বাজি৷ খানিক দূরে একটি পরিত্যক্ত ইঁটভাঁটাতেও পাওয়া গিয়েছে বাজি তৈরির সরঞ্জাম৷ বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক বাড়ি৷

advertisement

তবে এই এলাকায় ঠিক এক বছর আগেও বিস্ফোরণ হয়েছিল৷ এর আগেও এলাকায় বেআইনি বাজি তৈরির কারণে রেড করা হয়েছিল৷ আগের বারের বিস্ফোণের পরেও কেন সতর্ক হয়নি প্রশাসন? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা৷

বিস্ফোরণের পর পরই স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় এভাবে বাজি তৈরির কারখানা রমরমিয়ে চলে৷ পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্থানীয় নেতা-বিধায়ক সবই নাকি জানতেন, কিন্তু এগরা কাণ্ড থেকে শিক্ষা নিয়েও নাকি কোনও ব্যবস্থাই করা হয়নি৷

advertisement

আরও পড়ুন: এদিক ওদিক ছড়িয়ে ছিন্নভিন্ন দেহ! হাসপাতালে ৩ শিশুও! বারাসাতের দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বলি কত?

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বিস্ফোরণে আহতদের বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধ্বংসী এই বিস্ফোরণে আহত শিশুরাও৷ হাসপাতালে ভর্তি ৩ শিশু-সহ একাধিক ব্যক্তি বলে দাবি স্থানীয়দের৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Blast: বাঁশ বাগানে চলত বাজি তৈরি! বারাসাতের বিস্ফোরণের চাঞ্চল্যকর মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল