আরও পড়ুনঃ বর্ষাকালে কাঠের জিনিসে সাদা সাদা ছোপ? ফার্নিচার ভাল রাখতে এগুলো করুন, ছোট্ট কাজেই হবে কিস্তিমাত
আর সেই ঘটনাস্থল দেখতেই, কারখানার বাইরে ভিড় জমাচ্ছেন স্থানীয় সহ বহিরাগত মানুষজন। যে যেখান থেকে খবর পেয়েছেন, একবার চাক্ষুষ দর্শন করতে এসেছে ২০০ কোটি টাকার এই ক্ষতির ঘটনাস্থল। এমনকি বাড়ির বাচ্চাদেরও সঙ্গে নিয়ে এসে ঘটনাস্থলে হাজির হতে দেখা গিয়েছে। মোবাইলেও সেই ছবি তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। আজব দাবি তাদের, এতবড় দুর্ঘটনা, তার সাক্ষী থাকতেই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসেছি দেখাতে।
advertisement
কেউ আবার দেরিতে খবর পেয়ে ছুটে এসেছে একবার চোখের দেখা দেখতে। রীতিমতো গাড়ি বাইক এমনকি টোটো ভাড়া করে চলছে কয়েক কোটি টাকার ক্ষতির অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন। অনেকেই এবার লজ্জা পেয়ে ক্যামেরার সামনে মুখ দেখাতে চাইলেন না। আর এসবের মধ্য দিয়েই যেন এখন পীরগাছা এলাকা হয়ে উঠেছে পর্যটন স্থল। অনেকেই আবার খাবার থেকে নানা ধরনের পসরা নিয়েও এই এলাকায় করছেন বিক্রি।
Rudra Narayan Roy