TRENDING:

Barasat Fire: পর্যটনস্থল হয়ে উঠেছে বারাসাতের পোড়া গুদাম! প্রায় ২০০ কোটির ক্ষতি কেমন দেখতেই ভিড়

Last Updated:

Barasat Blast: বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর দুদিন কেটে গেলেও, এখনও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকেই। ভস্মীভূত প্রায় ৩০ বিঘা জমী সহ কারখানা ও গোডাউন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি! এত কোটি টাকার ক্ষতি ঠিক কেমন হয় তা দেখতেই এখন যেন পর্যটনস্থলে পরিণত হয়েছে বারাসত কদম্বগাছি পীরগাছা এলাকা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর দুদিন কেটে গেলেও, এখনও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকেই। ভস্মীভূত প্রায় ৩০ বিঘা জমী সহ কারখানা ও গোডাউন। যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত এক করে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল।
advertisement

আরও পড়ুনঃ বর্ষাকালে কাঠের জিনিসে সাদা সাদা ছোপ? ফার্নিচার ভাল রাখতে এগুলো করুন, ছোট্ট কাজেই হবে কিস্তিমাত

আর সেই ঘটনাস্থল দেখতেই, কারখানার বাইরে ভিড় জমাচ্ছেন স্থানীয় সহ বহিরাগত মানুষজন। যে যেখান থেকে খবর পেয়েছেন, একবার চাক্ষুষ দর্শন করতে এসেছে ২০০ কোটি টাকার এই ক্ষতির ঘটনাস্থল। এমনকি বাড়ির বাচ্চাদেরও সঙ্গে নিয়ে এসে ঘটনাস্থলে হাজির হতে দেখা গিয়েছে। মোবাইলেও সেই ছবি তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। আজব দাবি তাদের, এতবড় দুর্ঘটনা, তার সাক্ষী থাকতেই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এসেছি দেখাতে।

advertisement

View More

কেউ আবার দেরিতে খবর পেয়ে ছুটে এসেছে একবার চোখের দেখা দেখতে। রীতিমতো গাড়ি বাইক এমনকি টোটো ভাড়া করে চলছে কয়েক কোটি টাকার ক্ষতির অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন। অনেকেই এবার লজ্জা পেয়ে ক্যামেরার সামনে মুখ দেখাতে চাইলেন না। আর এসবের মধ্য দিয়েই যেন এখন পীরগাছা এলাকা হয়ে উঠেছে পর্যটন স্থল। অনেকেই আবার খাবার থেকে নানা ধরনের পসরা নিয়েও এই এলাকায় করছেন বিক্রি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Fire: পর্যটনস্থল হয়ে উঠেছে বারাসাতের পোড়া গুদাম! প্রায় ২০০ কোটির ক্ষতি কেমন দেখতেই ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল