এদিন বরানগর মল্লিক কলোনি এলাকায় একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। জানা যাচ্ছে, ওই বাড়ির ঘর ভাড়া নিয়ে সেখানে কিছু ব্যক্তি অবৈধভাবে বিছানা তৈরি করার ফোম ও তুলো মজুত করে রাখেন। আজ হঠাৎ সেই ঘরের মধ্যে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
আরও পড়ুনঃ আচমকা হলটা কী বাঁকুড়ায়! মাঠের ধারে, পুকুর পাড়ে ড্রোন নিয়ে হাজির চাষিরা, জানুন
advertisement
অবৈধভাবে বিছানা তৈরির ফোম ও তুলো মজুত করে রাখায় কর্মচারীদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। এদিকে এলাকার রাস্তা অত্যন্ত ছোট হওয়ায় দমকলকে ঢুকতে অনেক সমস্যার মুখে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কাউন্সিলর ও বরানগর থানার পুলিশ।
বরানগর পৌরসভা ও কাউন্সিলরকে না জানিয়ে এই বাড়িতে ঘর ভাড়া নিয়ে অবৈধভাবে বিছানা তৈরির সরঞ্জাম মজুত করা হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই ৩ জন কর্মচারীকে আটক করেছে বরানগর থানার পুলিশ।