TRENDING:

Baranagar Bypoll: বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?

Last Updated:

Lok Sabha Election 2024 phase 7 Polling: এই উপনির্বাচনে, বিজেপি থেকে কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর তারকানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাহনগরঃ আজ দেশে শেষ দফার ভোট। মোট ৫৭টি কেন্দ্রে ভোট হবে সারাদেশে। তবে, শনিবার রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রে। সারাদেশে মোট ৭ কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে। ২০২১-এ বিধানসভা ভোটে জিতে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দলবদল করেন তাপস। আজ, ১ জুন সেই কেন্দ্রেই আরও একবার বিধায়ক নির্বাচনের উপভোট।
বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল!
বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল!
advertisement

আরও পড়ুনঃ https://bengali.news18.com/news/kolkata/lok-sabha-election-2024-west-bengal-phase-7-voting-live-news-polling-percentage-updates-kolkata-dumdum-basirhat-tmc-cpim-bjp-smj-1684894.html

এই উপনির্বাচনে, বিজেপি থেকে কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর তারকানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিন হভিওয়েটের লড়াই আজ। বরাহনগর কেন্দ্রটি একটা সময় লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন এই কেন্দ্রের ছ’বারের বিধায়ক। ২০১১ সালে পালাবদলের সময়, প্রথম ‘অ-বাম’ বিধায়ক পায় বরাহনগর। টানা তিনবার, ২০১১,২০১৬, ২০১৯ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন তাপস রায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভোটে লড়ার অভিজ্ঞতা সায়ন্তিকার থাকলেও জেতার অভিজ্ঞতা এখনও হয়নি। তবে ভোট প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। তবে, প্রচারে পিছিয়ে থাকেননি বিজেপির সজল ঘোষ এবং বামফ্রন্ট প্রার্থী তন্ময় ভট্টাচার্য। আজ, তিন হেভিওয়েটের লড়াই। ফলাফলের জানা যাবে ৪জুন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baranagar Bypoll: বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল