সাত সকালেই রাস্তার ধারে নয়ানজুলি থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের রামচক মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলা চক্রবর্তী। একটি বাইকের উপর দেহটি পড়ে থাকায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দূর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের কয়েকজন বাসিন্দা প্রাত:ভ্রমণ করার সময় রামচক এলাকায় নয়নাজুলির মধ্যে এক যুবককে বাইকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরাই পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় মধুবন গ্রামের বাসিন্দাভোলা চক্রবর্তী বাইক নিয়ে মধুবন থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন। সম্ভবত সেই সময়ই এই দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
আরও পড়ুন: ১০০০-১৫০০ খরচের দিন শেষ! এবার মাত্র ২৫০ টাকায় কলকাতায় পাবেন এসি রুম, জানুন বুকিং পদ্ধতি
নয়ানজুলি থেকে উদ্ধার হওয়া ওই যুবকের দেহ সোমবার ময়নাতদন্ত করা হবে বলেই জানা যাচ্ছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল কারণ জানা যাবে। তারপরই ওই যুবকের মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।