বিহারের ওই ব্যক্তিকে উদ্ধারকারী এক যুবক ভাস্কর ঘোষ জানান, পুরাতন মালদহের কাদিরপুর বাইপাস সংলগ্ন এলাকায় তিন বন্ধু মিলে ভবঘুরেদের সাহায্যের জন্য যান। সেখানেই ওই ব্যক্তিকে দেখতে পান। সামান্য মানসিক ভারসাম্যহীন হলেও ওই ব্যক্তিকে দেখে তাঁদের স্বাভাবিক মনে হয়। তাঁর সঙ্গে কথা বলে নাম-ঠিকানা জানেন।
advertisement
এরপর নন্দ মাতো নামের ওই ব্যক্তিকে রামকৃষ্ণ বিদ্যামন্দির মিশনে আশ্রয় দেওয়া হয়। অন্যদিকে তাঁর নাম-ঠিকানা জানার পর ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে সেই এলাকার স্থানীয় থানায় যোগাযোগ করা হয়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা মালদহে ছুটে আসেন।
ভবঘুরে ওই ব্যক্তির ছেলে কৃষ্ণ কুমার বলেন, “গত তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বাবা। এরপর ফোন মারফত খবর পাই মালদহে রয়েছেন। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুব ভাললাগছে।”
কখনও খোলা আকাশের নিচে, কখনও আবার কোনও দোকানের সামনে- বিগত তিন মাস ধরে ঝড়বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে দিন কাটানোর পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের ভবঘুরে ব্যক্তি নন্দ। বাড়ির সদস্যকে দীর্ঘ ৩ মাস পর ফিরে পেয়ে উদ্ধারকারী তিন বন্ধুদের ধন্যবাদ জানান তাঁর পরিবারের সদস্যরা।