TRENDING:

Malda News: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! বিহারের ব্যক্তিকে বাড়ি ফেরালেন মালদহের ৩ বন্ধু, ডিজিটাল পদ্ধতিতেই বাজিমাত

Last Updated:

Malda News: প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের এক ভবঘুরে ব্যক্তি। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তাঁকে বাড়ি ফেরানো হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিনঃ বাড়ি ফেরার সময় পথ হারিয়েছিলেন। এরপর অজানা পথে দিনের পর দিন হাঁটার পর আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে পড়েন। গত প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের সীতামাড়ি এলাকার এক ভবঘুরে ব্যক্তি।
advertisement

বিহারের ওই ব্যক্তিকে উদ্ধারকারী এক যুবক ভাস্কর ঘোষ জানান, পুরাতন মালদহের কাদিরপুর বাইপাস সংলগ্ন এলাকায় তিন বন্ধু মিলে ভবঘুরেদের সাহায্যের জন্য যান। সেখানেই ওই ব্যক্তিকে দেখতে পান। সামান্য মানসিক ভারসাম্যহীন হলেও ওই ব্যক্তিকে দেখে তাঁদের স্বাভাবিক মনে হয়। তাঁর সঙ্গে কথা বলে নাম-ঠিকানা জানেন।

আরও পড়ুনঃ বোল্লা কালীর পর শান্তিপুরের বামা কালী! শহরের বুকে তৈরি হচ্ছে ৪০ ফুটের প্রতিমা, বিগ বাজেট পুজোর চোখধাঁধানো আয়োজন দেখুন

advertisement

এরপর নন্দ মাতো নামের ওই ব্যক্তিকে রামকৃষ্ণ বিদ্যামন্দির মিশনে আশ্রয় দেওয়া হয়। অন্যদিকে তাঁর নাম-ঠিকানা জানার পর ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে সেই এলাকার স্থানীয় থানায় যোগাযোগ করা হয়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা মালদহে ছুটে আসেন।

View More

ভবঘুরে ওই ব্যক্তির ছেলে কৃষ্ণ কুমার বলেন, “গত তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বাবা। এরপর ফোন মারফত খবর পাই মালদহে রয়েছেন। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুব ভাললাগছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
আরও দেখুন

কখনও খোলা আকাশের নিচে, কখনও আবার কোনও দোকানের সামনে- বিগত তিন মাস ধরে ঝড়বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে দিন কাটানোর পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের ভবঘুরে ব্যক্তি নন্দ। বাড়ির সদস্যকে দীর্ঘ ৩ মাস পর ফিরে পেয়ে উদ্ধারকারী তিন বন্ধুদের ধন্যবাদ জানান তাঁর পরিবারের সদস্যরা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! বিহারের ব্যক্তিকে বাড়ি ফেরালেন মালদহের ৩ বন্ধু, ডিজিটাল পদ্ধতিতেই বাজিমাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল