Malda News: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! বিহারের ব্যক্তিকে বাড়ি ফেরালেন মালদহের ৩ বন্ধু, ডিজিটাল পদ্ধতিতেই বাজিমাত

Last Updated:

Malda News: প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের এক ভবঘুরে ব্যক্তি। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তাঁকে বাড়ি ফেরানো হল।

+
রামকৃষ্ণ

রামকৃষ্ণ বিদ্যামন্দিরে পরিবারের সঙ্গে ভবঘুরে ব্যক্তি

মালদহ, জিএম মোমিনঃ বাড়ি ফেরার সময় পথ হারিয়েছিলেন। এরপর অজানা পথে দিনের পর দিন হাঁটার পর আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে পড়েন। গত প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের সীতামাড়ি এলাকার এক ভবঘুরে ব্যক্তি।
বিহারের ওই ব্যক্তিকে উদ্ধারকারী এক যুবক ভাস্কর ঘোষ জানান, পুরাতন মালদহের কাদিরপুর বাইপাস সংলগ্ন এলাকায় তিন বন্ধু মিলে ভবঘুরেদের সাহায্যের জন্য যান। সেখানেই ওই ব্যক্তিকে দেখতে পান। সামান্য মানসিক ভারসাম্যহীন হলেও ওই ব্যক্তিকে দেখে তাঁদের স্বাভাবিক মনে হয়। তাঁর সঙ্গে কথা বলে নাম-ঠিকানা জানেন।
আরও পড়ুনঃ বোল্লা কালীর পর শান্তিপুরের বামা কালী! শহরের বুকে তৈরি হচ্ছে ৪০ ফুটের প্রতিমা, বিগ বাজেট পুজোর চোখধাঁধানো আয়োজন দেখুন
এরপর নন্দ মাতো নামের ওই ব্যক্তিকে রামকৃষ্ণ বিদ্যামন্দির মিশনে আশ্রয় দেওয়া হয়। অন্যদিকে তাঁর নাম-ঠিকানা জানার পর ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে সেই এলাকার স্থানীয় থানায় যোগাযোগ করা হয়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা মালদহে ছুটে আসেন।
advertisement
advertisement
ভবঘুরে ওই ব্যক্তির ছেলে কৃষ্ণ কুমার বলেন, “গত তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান বাবা। এরপর ফোন মারফত খবর পাই মালদহে রয়েছেন। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুব ভাললাগছে।”
কখনও খোলা আকাশের নিচে, কখনও আবার কোনও দোকানের সামনে- বিগত তিন মাস ধরে ঝড়বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে দিন কাটানোর পর অবশেষে মালদহের তিন বন্ধুর সহযোগিতায় বাড়ি ফিরলেন বিহারের ভবঘুরে ব্যক্তি নন্দ। বাড়ির সদস্যকে দীর্ঘ ৩ মাস পর ফিরে পেয়ে উদ্ধারকারী তিন বন্ধুদের ধন্যবাদ জানান তাঁর পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ! বিহারের ব্যক্তিকে বাড়ি ফেরালেন মালদহের ৩ বন্ধু, ডিজিটাল পদ্ধতিতেই বাজিমাত
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement