বাঁকুড়া জেলার ইন্দপুরের জোরদা এলাকায় রয়েছে একটি বিশাল আমবাগান। দেড়শ বিঘা সাইজ। রয়েছে ৭৮০০ আমগাছ, পাওয়া যায় ২০ ধরনের আম। ইতিমধ্যেই এই বাগানের আম দিল্লির মেলায় যাচ্ছে বাঁকুড়া থেকে।
আরও পড়ুন: পাহাড় থেকে ড্যাম, মিলবে ইতিহাসও! বাঁকুড়ার এই একটি জায়গা ঘুরতে যাওয়া মানেই হাতের মুঠোয় সবকিছু
advertisement
ডক্টর মানস মণ্ডল জানান, ইতিমধ্যেই নিজের আমের বাগানে ১০টি কর্মচারীকে কাজ দিতে পেরেছেন তিনি। পাশাপাশি এই আম পৌঁছে যাচ্ছে বাঁকুড়ার স্থানীয় বাজারগুলিতে। গড়বেতা, পুরুলিয়া থেকে মানুষ আসছেন আম কিনতে। একটি ভাল ফলাফল পাচ্ছেন মানস মন্ডল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাকরি ছেড়ে এসে নিজের উদ্যোগে এমন কাজ করতে যথেষ্ট সাহস লাগে। সেই সাহসিকতা থেকেই এমন কাজ শুরু করেছেন তিনি। তবে খুব দুঃখের সুরে জানিয়েছেন যে সরকারি কোন সহায়তা আজ পর্যন্ত পাননি ডক্টর মানস মন্ডল। তবুও বাগান করে লড়াই চালিয়ে যাবেন তিনি। গ্রীষ্মের পর সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মানস মন্ডল। সরকারি চাকরি ছেড়ে এসে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মাটির সঙ্গে। তাঁকে দেখে এগিয়ে আসবে তরুণ প্রজন্ম এমনটাই ভাবছেন অনেকে।
নীলাঞ্জন ব্যানার্জী





