কিন্তু বাঁকুড়া শহরের অদূরেই রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে মন ভাল হয়ে যাবে। বিকেলটা কেটে যাবে এক নিমেষে। এদিকে আপনার পকেটেও টান পড়বে না। এই জায়গায় রয়েছে সবুজ গাছগাছালি। দেখে মনে হবে যেন সোনাঝুরি। বোলপুরের একটা ছোঁয়া রয়েছে এখানে। বন্ধুদের নিয়ে অনায়াসেই গাছের ছায়ায় কাটানো যায় ঘণ্টার পর ঘণ্টা। এই জায়গায় রয়েছে, সবুজের সমারোহ। বাঁকুড়া শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে রয়েছে জঙ্গল, জলাশয়ের এক অপরূপ সৌন্দর্য। এছাড়াও দেখা পেতে পারেন খরগোশ এবং শেয়ালের। যদি ভাগ্য সুপ্রসন্ন হয়।
advertisement
ভাবছেন এই জায়গায় আসবেন কীভাবে? সোজা চলে আসুন বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়। জুনবেদিয়া মোড় থেকে ঢুকে পড়ুন জুনবেদিয়া গ্রামের রাস্তায়। সোজা মেইন রাস্তা ধরে এগিয়ে যেতে হবে তিন কিলোমিটার। বদরা, হরিয়ালগাড়া পার করে তাঁতকানালী ব্রিজ পেরিয়ে কিছুটা গেলেই দেখতে পাবেন একটি জঙ্গল এবং বন দফতরের একটি বোর্ড।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলটা সামান্য পার করে বাঁ দিকে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। সোজা গেলেই দেখতে পাবেন সুন্দর একটি জলাশয়। এভাবেই পৌঁছে যাবেন বাঁকুড়া শহরের খুব কাছে আপনার বিকেলের ডেস্টিনেশনে।বিকেলটা একটু ঘুরতে চান বন্ধুদের সঙ্গে! নাকি মিষ্টি হাওয়া খেয়ে স্ট্রেস ভুলে যেতে চান? যদি একান্তে একটু সময় কাটাতে চান বা বিকেলের আলোতে বই পড়তে চান তাহলে চলে আসুন বাঁকুড়ার এই জায়গায়।