Bankura: ফাঁকা বাড়ির সুযোগে দেদার লুঠ! হাওয়া ভরি ভরি সোনার গয়না, তাও শেষরক্ষা হল না, কীভাবে ধরা পড়ল 'দুঁদে' দুষ্কৃতীরা?

Last Updated:

পরপর দুটি বাড়িতে চুরির পদ্ধতি দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, দুটি চুরির ক্ষেত্রে দুষ্কৃতীদের একটি দলই যুক্ত।

ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীদের লুঠ
ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীদের লুঠ
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ গত দেড় মাসে বাঁকুড়ার কোতুলপুর ও জয়পুর থানা এলাকায় ঘটে যাওয়া দুটি পৃথক চুরির ঘটনার কিনারা করল বাঁকুড়া জেলা পুলিশ। ঘটনায় যুক্ত থাকা দুই দুষ্কৃতীকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি বাড়ি থেকে খোয়া যাওয়া বিপুল পরিমাণ সোনার গয়না ও নগদ টাকা। এই ঘটনায় যুক্ত আরও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুলাই বাঁকুড়ার কোতুলপুর থানায় হাজির হয়ে সেনাকর্মী গনেশ মহন্তর বাবা প্রশান্ত মহন্ত জানান, তাঁর বাড়িতে চুরি হয়েছে। কোতুলপুর থানার বামুনাইরি মোড়ে তাঁর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়িতে রাখা প্রায় ৪২ গ্রাম সোনার গহনা ও কিছু নগদ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করে কোতুলপুর থানার পুলিশ। এই তদন্ত চলাকালীন পার্শ্ববর্তী জয়পুর থানার হাটতলা দত্তপাড়া এলাকায় জনার্দন গরাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এক্ষেত্রেও বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা হানা দেয়। ফাঁকা বাড়িতে ঢুকে মেয়ের বিয়ের জন্য রাখা ২৯ গ্রাম সোনার গহনা ও ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল, অভিযোগে জানান জয়পুরের ভ্যানচালক।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! রাজ্যের এই জঙ্গলে বাড়ছে বাঘ, চিতা, নেকড়ে! এলাকার মহিলারা কী করছে জানেন?
কোতুলপুর ও জয়পুর থানায় পরপর দুটি বাড়িতে চুরির পদ্ধতি দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, দুটি চুরির ক্ষেত্রে দুষ্কৃতীদের একটি দলই যুক্ত। এরপর পুলিশের তরফে দুই থানা মিলিয়ে একটি তদন্তকারী টিম গঠন করা হয়। বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি কাজে লাগিয়ে গত ১১ অগাস্ট পুলিশ বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল গ্রাম থেকে আব্দুল রব খান ও মতিউর রহমান মন্ডল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিবেশী মহিলাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, খুনের হুমকি! বাঁকুড়ায় ব্যক্তির কাণ্ডে ছিছিক্কার
ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতে নেয় তদন্তকারীরা। এরপর ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে দুটি বাড়ি থেকে খোয়া যাওয়া সমস্ত সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই দুষ্কৃতীর হেফাজত থেকে উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার অলঙ্কার মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: ফাঁকা বাড়ির সুযোগে দেদার লুঠ! হাওয়া ভরি ভরি সোনার গয়না, তাও শেষরক্ষা হল না, কীভাবে ধরা পড়ল 'দুঁদে' দুষ্কৃতীরা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement