বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের ৭৩ বছরের প্রাক্তন শিক্ষক বিকাশ রায়ের বাড়ি যেন আস্ত একখানা আর্ট গ্যালারি। এই বাড়িতে বসেই তিনি গামার কাঠ খোদাই করে বানাচ্ছেন দুর্গা প্রতিমা, যা দেখলে আপনার চোখ হবে ছানাবড়া। এক একটি প্রতিমা দেড়- দুমাস বা এক-দেড় বছরও সময় লাগছে। এক একটি মূর্তি ও সাইজের ওপর নির্ভর করছে কতটা সময় লাগবে। তবে অসীম ধৈর্যের সঙ্গে এই কাঠের প্রতিমাগুলি তৈরি করছেন এই ব্যক্তি। বিকাশ বাবুর স্কুল লাইফটা কলকাতায় কেটেছে এবং তিনি স্কুল যাওয়ার পথে কুমোরটুলির কাজ দেখতেন। সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হন এবং তখন থেকেই তিনি আর্টের কাজ করা শুরু করেন।
advertisement
স্কুল জীবন থেকে এই ধরনের আর্টের কাজ করে আসছেন বাঁকুড়ার ওই মানুষটি, এখন অবসরকালীন জীবনে সারাক্ষণই তিনি হাতুড়ি, বাটালি ও কাঠকে সঙ্গী করে নিয়েছেন। বিকাশ বাবুর নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা সহ বিভিন্ন রকমের মূর্তি, যা দেখলে নজর কাড়বে আপনারও। বিকাশ বাবু সারা বছরই কিছু না কিছু কাঠের ওপর কাজ করেন। সেইমতো দুর্গাপুজোকে কেন্দ্র করে তিনি কাঠের দুর্গা প্রতিমা বানাচ্ছেন। প্রতিমার সঙ্গে সঙ্গে সুন্দর কারুকার্যে নজর কাড়ছে সকলের। কাঠের প্রতিমার পাশাপাশি তিনি স্লেট পাথরের বিশাল বড় প্রতিমা বানিয়ে রেখেছেন তার বাড়ির নিজস্ব আর্ট গ্যালারিতে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও একেবারে ছোট্ট সূক্ষ্ম পাথরের ওপরও দুর্গা প্রতিমা তিনি বানিয়েছেন । তাছাড়াও বাঁশ দিয়ে মা দুর্গার মূর্তি বানিয়ে রেখেছেন তার বাড়িতে। বিকাশ বাবুর এই আর্ট গ্যালারিতে গেলে ফিরে আসতে মন যাবে না।