TRENDING:

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন বাঁকুড়ার শিক্ষক! অভিনয়, গান, শর্টফিল্ম সবেতেই পারদর্শী

Last Updated:

দিল্লিতে পুরস্কারটি গ্রহণ করতে তিন সেপ্টেম্বর রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার শিক্ষক জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়ে ছাত্র ছাত্রীদের বললেন, ‘স্কিল বেসড লার্নিংয়ের’ ওপর জোর দিতে। আগামী পাঁচ সেপ্টেম্বর ২০২৫, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার নেওয়ার জন্য মনোনীত হয়েছেন বাঁকুড়া শহরের সুকান্তপল্লীর বাসিন্দা ইন্দ্রনীল মুখার্জি। বর্তমানে দুর্গাপুর আইটিআই (Government ITI Durgapur) কলেজে শিক্ষকতা করেন।
advertisement

কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের আওতায় পশ্চিমবঙ্গ থেকে দুইজন শিক্ষক নির্বাচিত হয়েছেন, এবং দু’জনই দুর্গাপুর আইটিআই কলেজে শিক্ষকতা করেন। দিল্লিতে পুরস্কারটি গ্রহণ করতে তিন সেপ্টেম্বর রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি।

আরও পড়ুন : সবচেয়ে বড় গণেশ দেখতে ভক্তদের ভিড়, প্রণামীর বাক্সে আলাদা চমক! অশোকনগরেই মিলবে দর্শন

advertisement

এই সম্মান ১৬ বছরের সার্ভিস জীবনে এটি একটি বড় প্রাপ্তি বলে মনে করছেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। শিক্ষকতার পাশাপাশি অভিনয়, নাটক, শর্ট ফিল্ম পরিচালনা এবং গানের সুর দিতে পছন্দ করেন তিনি। ছাত্র-ছাত্রীদের কাছেও খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন শিক্ষকতার হাত ধরে। বাঁকুড়ার শিক্ষক ইন্দ্রনীল মুখার্জির প্রতিভার কথা সকলেই এক বাক্যে স্বীকার করে নেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

আইটিআই টালিগঞ্জে শুরু হয় শিক্ষকতার জীবন। তারপর ২০১৮ সালে চলে আসেন দুর্গাপুর আইটিআই। ২০২৫ সালে শিক্ষক দিবসের দিন জাতীয় পুরস্কার পেতে চলেছেন তিনি। আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জাতীয় পুরস্কার মনোনীত শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি বলেন, “স্কিল বেসড লার্নিং” এর প্রতি জোর দিতে। এছাড়াও তিনি বিশ্বাস করেন ছাত্র ছাত্রীদের এমন কিছু শিক্ষা প্রদান করা, যাতে ভবিষ্যতে সেই শিক্ষা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবে তারা। এই স্বীকৃতি বাঁকুড়া জেলাকে গর্বিত করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন বাঁকুড়ার শিক্ষক! অভিনয়, গান, শর্টফিল্ম সবেতেই পারদর্শী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল