কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ দফতরের আওতায় পশ্চিমবঙ্গ থেকে দুইজন শিক্ষক নির্বাচিত হয়েছেন, এবং দু’জনই দুর্গাপুর আইটিআই কলেজে শিক্ষকতা করেন। দিল্লিতে পুরস্কারটি গ্রহণ করতে তিন সেপ্টেম্বর রাজধানীর উদ্দেশ্যে পাড়ি দেবেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি।
আরও পড়ুন : সবচেয়ে বড় গণেশ দেখতে ভক্তদের ভিড়, প্রণামীর বাক্সে আলাদা চমক! অশোকনগরেই মিলবে দর্শন
advertisement
এই সম্মান ১৬ বছরের সার্ভিস জীবনে এটি একটি বড় প্রাপ্তি বলে মনে করছেন শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি। শিক্ষকতার পাশাপাশি অভিনয়, নাটক, শর্ট ফিল্ম পরিচালনা এবং গানের সুর দিতে পছন্দ করেন তিনি। ছাত্র-ছাত্রীদের কাছেও খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন শিক্ষকতার হাত ধরে। বাঁকুড়ার শিক্ষক ইন্দ্রনীল মুখার্জির প্রতিভার কথা সকলেই এক বাক্যে স্বীকার করে নেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আইটিআই টালিগঞ্জে শুরু হয় শিক্ষকতার জীবন। তারপর ২০১৮ সালে চলে আসেন দুর্গাপুর আইটিআই। ২০২৫ সালে শিক্ষক দিবসের দিন জাতীয় পুরস্কার পেতে চলেছেন তিনি। আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জাতীয় পুরস্কার মনোনীত শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি বলেন, “স্কিল বেসড লার্নিং” এর প্রতি জোর দিতে। এছাড়াও তিনি বিশ্বাস করেন ছাত্র ছাত্রীদের এমন কিছু শিক্ষা প্রদান করা, যাতে ভবিষ্যতে সেই শিক্ষা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারবে তারা। এই স্বীকৃতি বাঁকুড়া জেলাকে গর্বিত করেছে।