বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা মুন্না পাল বাসুলি এখন বাঁকুড়ার ‘আইকন’। এবার তিনি পেলেন আরও একটি স্বীকৃতি, সর্বভারতীয় একটি রেকর্ড বুকে নাম তুললেন তিনি। পৃথিবীর সর্বোচ্চ ‘Motorable Pass’ ‘উমলিং লা’তে বাইক অভিযান সম্পন্ন করে বাঁকুড়া ফিরে এসেছেন এই শিক্ষিকা। একইসঙ্গে বিয়ের আগে রক্ত পরীক্ষা জরুরি এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার বার্তাও দিয়েছেন।
advertisement
এমন এক মহৎ উদ্দেশ্য নিয়ে গত ৩ অক্টোবর বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি বা বেনা’র চারজনের একটি দল বিপদ সংকুল পর্বতের রাস্তায় মোটরসাইকেল চালানোর অভিযানে বের হন। তাপমাত্রা ছিল মাইনাস ৭ থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই আবহাওয়ায় বাইক চালানো খুবই দুষ্কর একটি কাজ। কিন্তু তা সত্ত্বেও দলের অদম্য চেষ্টা তাঁদের সফলতার শিখরে পৌঁছে দেয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুন্না পাল বাসুলির প্রথম দিকে বডিবিল্ডিং নিয়ে কিছু করার স্বপ্ন ছিল। শিক্ষকতা ও সংসারের দায়িত্বে সেই স্বপ্ন চাপা পড়ে গিয়েছে। তবুও হাল ছাড়েননি তিনি। নিজের একাধিক কাজের মাধ্যমে আস্তে আস্তে জেলার একটি ‘আইকন’ হয়ে উঠছেন তিনি।






