উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, শাল পাতার ব্যবসা থেকে সাত বছর আগে ইঞ্জিন ভ্যানটি কিনেন বছর ৩৫-এর স্বপন। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার লড়েই প্রধান পদে। কিন্তু পুরানো পেশাকে ত্যাগ করেননি কিছুতেই। স্বপনের দাবি, সংসার ঠেলতে ভ্যান চালাতেই হয়, প্রধান বলে তাতে লজ্জার কিছু নেই।
আরও পড়ুন: ‘পুলিশ বন্ধু!’ বাঁকুড়া পুলিশের অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিল সাধারণ মানুষদের
advertisement
বাড়িতে রয়েছেন স্ত্রী, বাবা মা থেকে দুই সন্তান। সংসারের হাল ঠেলতে পাতা ব্যবসা থেকে ইঞ্জিন ভ্যান চালানো সবই করতে হয় তাকে। স্বপন বলেন, “প্রধান পদে ৫ হাজার টাকা সাম্মানিক পাই, তাতে সংসার চলে না। ভ্যান চালিয়ে আরও হাজার ১০ হয়, তাই পদ সামলে এখনও ভ্যান চালাতেই হয়। তাতে সংসার চলে যায়।” স্থানীয় বাসিন্দা আফরোজ আলম বলেন, “স্বপনের পরিবর্তন নেই। প্রধান পদে থাকলেও এখনও ভ্যান চালায় স্বপন। অফিসও সামলায় দক্ষতার সঙ্গেই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান রাজনীতির আঙিনায় জন প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও, এখনও সেরকম কিছু অভিযোগ নেই স্বপনের বিরুদ্ধে, তা মানছেন বিরোধীরা। পঞ্চায়েত প্রধান স্বপন রজক। তিনি জানান, এলাকায় ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জী





