থ্যালাসেমিয়া আক্রান্ত স্বামীর চিকিৎসার খরচ চালাতে, অর্থ সাহায্যের আবেদন নিয়ে স্ক্যানার হাতে পথে নেমেছেন অসহায় স্ত্রী। বাঁকুড়া শহরের রামপুর, ছোট কালীতলার বাসিন্দা রিমা দাস এখন প্রায় প্রতিদিনই অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে শহরের দোকান, শপিং মলগুলির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছেন।
রিমা দাস জানিয়েছেন, তাঁর স্বামী অরুণ দাস থ্যালাসেমিয়া আক্রান্ত, সঙ্গে অন্যান্য শারিরীক উপসর্গ তো আছেই। বর্তমানে প্রতিমাসে রক্তের ব্যবস্থা করতে হয় তাঁকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা দয়াপরবশত কোনও টাকা না নিলেও. ওষুধ-সহ অন্যান্য খরচ চালানো তাঁদের পক্ষে অসম্ভব। এই অবস্থায় স্বামীর প্রাণ ভিক্ষার আবেদন জানিয়ে পথে নামা ছাড়া কোনও উপায় ছিল না বলে জানান রিমা। তাঁর কথায়, এর আগে একবার রক্ত নিলে মাস দুই সুস্থ থাকতেন অরুণ, তবে এখন পরিস্থিতি খুবই খারাপ।
advertisement
জেন জি, ভালবাসা, ডেটিং কালচার এসব শব্দ শুনলে এখন শুধুই মনে হয় সম্পর্কের দাম নেই। তবে বাঁকুড়ার গৃহবধূ রিমা দাস সেইসব ধারণা ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দিলেন। অদ্ভুত এক ইচ্ছাশক্তি নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন! দম্পতির সন্তান নেই, একলাই লড়ে চলেছেন স্বামীকে বাঁচানোর লড়াই।





