TRENDING:

Bankura News: অসুস্থ স্বামীকে বাঁচাতেই হবে, চিকিৎসার খরচ জোগাড় করতে পথে নামলেন স্ত্রী, ভালবাসার জ্বলন্ত দলিল বাঁকুড়ায়

Last Updated:

ডিভোর্স এবং ব্রেকআপের যুগে একে অপরের সঙ্গে থেকে প্রচণ্ড লড়াই করে বাঁচার গলও, ভালবাসার গল্প ধরা পড়ল বাঁকুড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: শীত মানেই ভালবাসার মরশুম, আর এই মরশুমে এক কঠিন-বেদনাদায়ক ভালবাসার গল্পর সাক্ষী থাকল বাঁকুড়া। ডিভোর্স এবং ব্রেকআপের যুগে একে অপরের সঙ্গে থেকে প্রচণ্ড লড়াই করার গল্প ধরা পড়ল বাঁকুড়ার একটি শপিংমলের সামনে। স্বামী বহুদিন কঠিন রোগে আক্রান্ত, কাজ করতে পারেন না! আর তাই সংসার চালানোর দায়িত্ব নিজের একার কাঁধে তুলে নিয়েছিলেন স্ত্রী রিমা দাস। তবে এবার পরিস্থিতি আরও কঠিন হয়েছে। থ্যালাসেমিয়া আক্রান্ত স্বামী অরুন দাস খুবই অসুস্থ। স্বামীকে এক প্রকার বুকে করে আগলে রেখে নিজে রাস্তায় নেমেছেন স্ত্রী। যেভাবেই হোক স্বামীকে বাঁচাতে হবে! সত্যিই এমন ভালবাসা দেখা যায় না পৃথিবীতে।
advertisement

থ্যালাসেমিয়া আক্রান্ত স্বামীর চিকিৎসার খরচ চালাতে, অর্থ সাহায্যের আবেদন নিয়ে স্ক্যানার হাতে পথে নেমেছেন অসহায় স্ত্রী। বাঁকুড়া শহরের রামপুর, ছোট কালীতলার বাসিন্দা রিমা দাস এখন প্রায় প্রতিদিনই অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে শহরের দোকান, শপিং মলগুলির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছেন।

রিমা দাস জানিয়েছেন, তাঁর স্বামী অরুণ দাস থ্যালাসেমিয়া আক্রান্ত, সঙ্গে অন্যান্য শারিরীক উপসর্গ তো আছেই। বর্তমানে প্রতিমাসে রক্তের ব্যবস্থা করতে হয় তাঁকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা দয়াপরবশত কোনও টাকা না নিলেও. ওষুধ-সহ অন্যান্য খরচ চালানো তাঁদের পক্ষে অসম্ভব। এই অবস্থায় স্বামীর প্রাণ ভিক্ষার আবেদন জানিয়ে পথে নামা ছাড়া কোনও উপায় ছিল না বলে জানান রিমা। তাঁর কথায়, এর আগে একবার রক্ত নিলে মাস দুই সুস্থ থাকতেন অরুণ, তবে এখন পরিস্থিতি খুবই খারাপ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার সোনালি স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু'চোখ
আরও দেখুন

জেন জি, ভালবাসা, ডেটিং কালচার এসব শব্দ শুনলে এখন শুধুই মনে হয় সম্পর্কের দাম নেই। তবে বাঁকুড়ার গৃহবধূ রিমা দাস সেইসব ধারণা ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দিলেন। অদ্ভুত এক ইচ্ছাশক্তি নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন! দম্পতির সন্তান নেই,  একলাই লড়ে চলেছেন স্বামীকে বাঁচানোর লড়াই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: অসুস্থ স্বামীকে বাঁচাতেই হবে, চিকিৎসার খরচ জোগাড় করতে পথে নামলেন স্ত্রী, ভালবাসার জ্বলন্ত দলিল বাঁকুড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল