আরও পড়ুনঃ অদ্ভুত প্রতিভা! সাইকেল চালাতে চালাতেই ক্যানভাসে নেতাজি, আশ্চর্য গুণে চমকে দিচ্ছেন পাথরপ্রতিমার সমরেশ
বাঁকুড়া তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র বাঁকুড়া রবীন্দ্রভবন মঞ্চে আয়োজন করেছে নৃত্য কর্মশালা। যা তিন দিন ধরে চলবে। কর্মশালায় মোট ৫০ জন আদিবাসী শিল্পী নাম নথিভুক্ত করেন। প্রশিক্ষণ দিতে উপস্থিত হন ঝাড়গ্রাম থেকে দুই প্রশিক্ষক।
advertisement
আরও পড়ুনঃ প্রবীণদের মুখে হাসি ফোটাতে নবীনদের বড় উদ্যোগ, দুর্গাপুজোয় চমক ‘এই’ গ্রামে
প্রশিক্ষকেরা জানান, আমাদের আদিবাসী সম্প্রদায় জন্ম লগ্ন থেকে নিজেদের সংস্কৃতি অনুসারে যৌথ নৃত্য করে আসছে। এই নৃত্যের জন্য কোন প্রশিক্ষনের প্রয়োজন হয় না। আদিবাসী নৃত্য একক ভাবে করা হয় না সমষ্টিগত ভাবে করতে হয়। তিনি আরও বলেন, কিন্তু যখন কোনও সরকারি প্রকল্প নিয়ে জনসাধারণের মধ্যে প্রচারের জন্য বিভিন্ন কর্মক্ষেত্রে শিল্পীরা অংশগ্রহণ করবে, সেখানে যাতে নৃত্যের ব্যাকরণগত কোন ত্রুটি না হয় সেই কারণেই এই প্রশিক্ষণ কর্মশালার প্রয়োজন। এখানে তাদের নৃত্যের লয় ছন্দ নিয়ে সম্মুখ ধারণা দেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক গণেশ হাঁসদা জানান, প্রতি বছরই এই কর্মশালার আয়োজন করা হয়। ইতিপূর্বে বাউল ঝুমুরের উপর কর্মশালার হয়েছে। এবছর আদিবাসী লোকশিল্পীদের নিয়ে তিন দিনের এই নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় মোট ৫০ জন আদিবাসী শিল্পী নাম নথিভুক্ত করেছেন।