বাঁকুড়ার সোনামুখী ব্লকের হামিরহাটি অঞ্চল ও পিয়ারবেড়া অঞ্চল এলাকার মাঝ দিয়েই যাচ্ছে শালী নদী আর সেই নদী পারাপারের জন্য রয়েছে একটি সেতু তবে সেই সেতুটি গত বছরের বর্ষাই ভেঙ্গে পড়েছে । আর এতেই সমস্যায় পড়েছেন পিয়ারবেড়া অঞ্চল এলাকার সমস্ত গ্রামের মানুষজন। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া ও সাইকেল চালক, বাইক চালক, টোটো চালক, ইঞ্জিন ভ্যান চালক, ট্রাক্টর চালক-সহ সকলে। এই সমস্যার কথা বারংবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লকে জানান সত্বেও এখনও পর্যন্ত কোনও রকম সমস্যার সমাধান হয়নি বলে অভিযাগ।
advertisement
তাই সাধারণ মানুষকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এই ব্রিজ দিয়ে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি জানান এই বিষয়টি রাজ্যে জানান হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা অনুমোদন হয়ে যাবে। এদিন তিনি বলেন ওই ব্রিজ দিয়ে যেন জীবনের ঝুঁকি নিয়ে কোনও মানুষ না পারাপার করেন। এর বিকল্পে অন্য একটি রাস্তা থাকলেও সেটি ঘুরপথে যেতে হচ্ছে, তাতে এলাকার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
পেয়ারবেড়া থেকে হামিরহাটি অঞ্চলের রামপুর হয়ে আসা এই রাস্তাটি দুর্গাপুর, বড়জোড়া হয়ে সোনামুখী আসার একটি শর্ট রাস্তা। তবে সেই রাস্তা এখন ভগ্ন অবস্থায় রয়েছে তাই নিত্যদিনের যাতায়াতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকার মানুষ। কবে নবনির্মিত ভাবে ব্রিজ হবে বা কবে সংস্কার হবে এই ব্রিজটি সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এলাকার মানুষ।
অনিকেত বাউরী