বাঁকুড়া জেলার সিমুলিয়ার দশরথবাটি গ্রামে ঘটল এক আবেগঘন ঘটনা। মৃত হনুমানকে দেওয়া হল সমাধি, করা হল নাম সংকীর্তন। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীকালে হনুমানের মন্দির স্থাপিত হবে সমাধিস্থলে। স্থানীয়রা জানান, হনুমানটি এসে সকলের মন জয় করেছিল, গ্রামের প্রতিটা মানুষ ভালবাসত হনুমানটিকে, প্রত্যেকেই খেতে দিত তাকে। হঠাৎ করে রবিবার রাতে মৃত্যু হয় হনুমানটির।
advertisement
জানা যায়, হনুমানটি গুরুতর আহত অবস্থায় এসেছিল বাঁকুড়ার দশরথবাটি গ্রামে। অসহায় অবস্থায় তাকে দেখতে পান গ্রামবাসীরা, তার চিকিৎসা করায়। কিন্তু চিকিৎসার পরেও মৃত্যু হয় জখম হনুমানের।
এক জন মানুষ মারা গেলে যে নিয়মে শেষকৃত্য হয়, একই রীতি মেনে হনুমানেরও শেষকৃত্য করা হয়। নাম সংকীর্তনের মধ্য দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সঙ্গে হনুমানটিকে নিয়ে যাওয়া হয় সমাধিস্থ করার জন্য। শেষকৃত্যের মুহূর্তে সবারই চোখ ছিল জলে ভেজা।





