TRENDING:

বদলে গেল দ্বারকেশ্বর নদের গতিপথ! কেন ঘটল এমনটা? মূলে বিরাট 'চক্র', জানুন পুরো ঘটনা

Last Updated:

ভয়াবহ ভাঙনের কবলে পড়ে মাথায় হাত পড়েছে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর কলোনি এলাকার কৃষকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: অপরিকল্পিতভাবে নদীখাত থেকে বালি উত্তোলনের ফলে বদলে গিয়েছে দ্বারকেশ্বরের জলস্রোতের গতিপথ। বর্ষায় ফুলেফেঁপে ওঠা সেই দ্বারকেশ্বর নদ এবার গিলে খাচ্ছে পাড়ে থাকা একরের পর একর কৃষিজমি। ভয়াবহ ভাঙনের কবলে পড়ে মাথায় হাত পড়েছে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর কলোনি এলাকার কৃষকদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়ে দায় সেরেছে নির্বিকার প্রশাসন।
দ্বারকেশ্বর নদ
দ্বারকেশ্বর নদ
advertisement

বাঁকুড়ার ওন্দা ব্লকের শ্রীরামপুর কলোনি এলাকার অবস্থান দ্বারকেশ্বর নদের পাড়েই। একসময় দ্বারকেশ্বর নদের মূল জলস্রোত বইত শ্রীরামপুর কলোনির উল্টো দিকের পাড় ঘেঁসে। কিন্তু নদীখাত থেকে বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে বালি তোলার ফলে নদের মূল জলস্রোত দিক বদলে এখন বইছে শ্রীরামপুর কলোনির পাড় ঘেঁষে। আর তাতেই প্রতিদিন একটু একটু করে নদীর পাড় গিলে খাচ্ছে দ্বারকেশ্বর নদের তীব্র জলস্রোত। প্রতি মূহুর্তে ঝুপঝাপ করে ভেঙে পড়ছে নদের পাড়।

advertisement

আরও পড়ুন: রাস্তায় সাক্ষাৎ ‘যমরাজ’! প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি, এড়িয়ে চলুন শহরের এই রাস্তা

ইতিমধ্যেই বাঁকুড়ার ওই এলাকার প্রায় ৩০০ বিঘে তিন ফসলি জমি চলে গেছে নদীর গর্ভে। আর এভাবেই বিঘের পর বিঘে জমি হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা শ্রীরামপুর কলোনির অধিকাংশ কৃষকের। সব জেনেও নির্বিকার প্রশাসন। সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে দ্বারকেশ্বর নদের পাড় বাঁধানোর আবেদন জানানোর কথা জানিয়েই দায় সেরেছে ওন্দা পঞ্চায়েত সমিতি। এলাকার কৃষকদের এহেন অবস্থার জন্য রাজ্যের শাসকদল ও প্রশাসনের গাফিলতিকেই দূষেছে বিরোধীরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এমন ঘটনা কেবলমাত্র বাঁকুড়া জেলাতেই তা নয়, অবৈধভাবে বালির উত্তোলনের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধীদল বিজেপির। এমনকি বালি উত্তোলনের ফলে বীরভূমের তিলপাড়া ব্যারেজেরও বেহাল অবস্থা বলেই দাবি করছে বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বদলে গেল দ্বারকেশ্বর নদের গতিপথ! কেন ঘটল এমনটা? মূলে বিরাট 'চক্র', জানুন পুরো ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল