বাঁকুড়ার ওন্দা ব্লকের শ্রীরামপুর কলোনি এলাকার অবস্থান দ্বারকেশ্বর নদের পাড়েই। একসময় দ্বারকেশ্বর নদের মূল জলস্রোত বইত শ্রীরামপুর কলোনির উল্টো দিকের পাড় ঘেঁসে। কিন্তু নদীখাত থেকে বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে বালি তোলার ফলে নদের মূল জলস্রোত দিক বদলে এখন বইছে শ্রীরামপুর কলোনির পাড় ঘেঁষে। আর তাতেই প্রতিদিন একটু একটু করে নদীর পাড় গিলে খাচ্ছে দ্বারকেশ্বর নদের তীব্র জলস্রোত। প্রতি মূহুর্তে ঝুপঝাপ করে ভেঙে পড়ছে নদের পাড়।
advertisement
আরও পড়ুন: রাস্তায় সাক্ষাৎ ‘যমরাজ’! প্রতিমুহূর্তে মৃত্যুর হাতছানি, এড়িয়ে চলুন শহরের এই রাস্তা
ইতিমধ্যেই বাঁকুড়ার ওই এলাকার প্রায় ৩০০ বিঘে তিন ফসলি জমি চলে গেছে নদীর গর্ভে। আর এভাবেই বিঘের পর বিঘে জমি হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা শ্রীরামপুর কলোনির অধিকাংশ কৃষকের। সব জেনেও নির্বিকার প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্বারকেশ্বর নদের পাড় বাঁধানোর আবেদন জানানোর কথা জানিয়েই দায় সেরেছে ওন্দা পঞ্চায়েত সমিতি। এলাকার কৃষকদের এহেন অবস্থার জন্য রাজ্যের শাসকদল ও প্রশাসনের গাফিলতিকেই দূষেছে বিরোধীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এমন ঘটনা কেবলমাত্র বাঁকুড়া জেলাতেই তা নয়, অবৈধভাবে বালির উত্তোলনের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধীদল বিজেপির। এমনকি বালি উত্তোলনের ফলে বীরভূমের তিলপাড়া ব্যারেজেরও বেহাল অবস্থা বলেই দাবি করছে বিজেপি।