প্রত্যেকের ভিন্ন ভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। ডোকরা শিল্পী যুবক বলরাম সেই সুযোগটাই কাজে লাগায়। ‘ছিঃ ছিঃ রে ননী ছিঃ’, গানটা অত্যন্ত ভাইরাল হয় বেশ কয়েক মাস আগে। সেই গানটার মুখ্য লাইনটাকে তুলে ধরে শুরু করেন চায়ের দোকান। এছাড়াও রয়েছে কোভিড কালীন বিখ্যাত, “আমরা কি চা খাব না?” ট্যাগ লাইন। কে বলেছে বাঙালি ব্যবসা করে না? গতানুগতিক চিন্তাভাবনা থেকে দূরে সরে গিয়ে বাঁকুড়া যুবক দেখালেন কীভাবে একটা মৌলিক রসদ রেখে চায়ের দোকান খোলা যায়।
advertisement
তিন মাস হল এই দোকানটি খুলেছেন বলরাম কর্মকার। রমরমা ভিড়! মাটির ভাঁড়ে পাঁচ টাকা এবং দশ টাকার চা। অপূর্ব সুন্দর স্বাদ। পাশেই ডোকরা শিল্প গ্রাম। বলরাম বলছেন, যারা শিল্প গ্রামে ঘুরতে আসেন এবং যারা শিল্পী রয়েছেন তারা কাগজের কাপে নয় মাটির ভাঁড়ে চা পান করতে চাইতেন। আশেপাশে দোকান না থাকায় তাদেরকে অনেক দূরে যেতে হত। সেই সুযোগের সদ্ব্যবহার করে চায়ের দোকানটি খোলেন তিনি।
“ছিঃ ছিঃ রে ননী ছিঃ, তোমার দুঃখে আমি চায়ের দোকান খুলেছি”, এ দোকানে চা পান করতে গেলে আপনাকে আসতে হবে বাঁকুড়া শহরের অদূরে অবস্থিত হেবির মোড়। হেবীর মোড় থেকে মাত্র ৩০০ মিটার দূরে অবস্থিত বিকনার ডোকরা শিল্প গ্রামের সুবিশাল গেটের সামনেই রয়েছে এই চায়ের দোকান।
নীলাঞ্জন ব্যানার্জী