বাঁকুড়ার অতি প্রাচীন জনপদ সোনামুখী এবং অতি প্রাচীন পৌরসভাও সেটি। এই শহরের ঢিল ছোড়া দূরত্বে রাতের অন্ধকারে ঘটে গেল হাড় হিম করা ঘটনা! সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রাম সংলগ্ন এলাকার মাঠের মাঝে রাস্তাতে শুট আউট।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকাই গ্রামের বাসিন্দা সেকেন্দার খান প্রতিদিনের মতো বড়জোড়া ব্লকের পখনাবাজার থেকে রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই চকাই গ্রাম সংলগ্ন মাঠের মাঝে রাস্তাতে পিছন দিক থেকে কিছু দুষ্কৃতী পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। সেকেন্দার খানের মাথায় এবং পিঠে গুলি লাগে। মাটিতে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি।
advertisement
আরও পড়ুন- মাটি খুঁড়তেই বেরিয়ে এল রত্ন ভাণ্ডার! গভীর রাতে মিনাখাঁ তোলপাড়
এই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং তাঁর বাড়িতে খবর দেয়। তড়িঘড়ি খবর পেয়ে ছুটে আসে সোনামুখী থানার পুলিশ।
আহত সেকেন্দার খানকে উদ্ধার করে পুলিশ নিয়ে যাই সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় সন্দেহবশত দুই দুষ্কৃতীকে আটক করে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বাঁকুড়া জেলা পুলিশ।