মাটি খুঁড়তেই বেরিয়ে এল রত্ন ভাণ্ডার! গভীর রাতে মিনাখাঁ তোলপাড়

Last Updated:

গোটা বিষয়টি দেখে অভিজ্ঞ পুলিশ আধিকারিকরাও বিস্মিত হয়ে গিয়েছেন। তবে শেষ পর্যন্ত অভিযানে সাফল্য মেলায় খুশি সকলে। জানা গিয়েছে নগদ ৫০ হাজার টাকার বেশি উদ্ধার হয়েছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা: সময়টা এক ঝটকায় কয়েক শতাব্দী পিছনে চলে গিয়েছিল। মাটির তলায় থরে থরে লুকিয়ে রাখা নগদ টাকা, সোনা ও রুপোর গয়না। একটু খোঁড়াখুঁড়ি করতেই বেরিয়ে এল সবকিছু। চাঞ্চল্যকর ঘটনাটি মিনাখাঁর। সোমবার গভীর রাতের ঘটনা।
মাটির তলা থেকে নগদ টাকা ও গয়না উদ্ধারের পাশাপাশি এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী কেউ গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিনাখাঁর ঝিকরা এলাকায় হানা দেয়। এই অভিযানে হাতেনাতে ফল মেলে। কারণ গোপন সূত্রে পাওয়া খবর একেবারে সঠিক ছিল। মিনাখাঁ থানার পুলিশ গ্রেফতার করে এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতি সোমনাথ পাত্র ও ভোলা পাত্রকে।
advertisement
আরও পড়ুন: বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনবার, ছিলেন স্বাধীনতা সংগ্রামী! আজ বাঙালি ভুলতে বসেছে তাঁকে
এদিকে এই দুই কুখ্যাত অপরাধীকে জেরা করে কার্যত রত্ন ভাণ্ডারের সন্ধান মেলে! ধৃত সোমনাথ পাত্রের বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে আসে টাকা ও সোনা রুপোর গয়না। এদের যাবতীয় দুষ্কর্মের সম্পদ মাটির তলাতে ওইভাবেই লুকিয়ে রাখা ছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গোটা বিষয়টি দেখে অভিজ্ঞ পুলিশ আধিকারিকরাও বিস্মিত হয়ে গিয়েছেন। তবে শেষ পর্যন্ত অভিযানে সাফল্য মেলায় খুশি সকলে। জানা গিয়েছে নগদ ৫০ হাজার টাকার বেশি উদ্ধার হয়েছে। এদিকে মঙ্গলবার ওই দুই দুষ্কৃতিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাটি খুঁড়তেই বেরিয়ে এল রত্ন ভাণ্ডার! গভীর রাতে মিনাখাঁ তোলপাড়
Next Article
advertisement
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! তবুও অনড় তৃণমূল সাংসদ
  • সংসদ ভবন চত্বরে সৌগতর সিগারেটে টান৷

  • আপত্তি জানালেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷

  • নিজের যুক্তিতে অনড় তৃণমূল সাংসদ৷

VIEW MORE
advertisement
advertisement