ভারতের জাতীয় পাখি ময়ূরের অসামান্য সৌন্দর্য্যেকে তুলে ধরল রাইপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। থিমের নাম দেওয়া হয়েছে ময়ূর মহল। এ বারের পুজোর থিমেও সেই রাজকীয় সৌন্দর্য্যের ছোঁয়া থাকবে! চোখ ধাঁধানো সেই আবহের মাঝেই বিরাজ করবেন মা মহামায়া। তাঁর ঐশ্বরিক রূপ মানুষকে একই সঙ্গে মুগ্ধ ও বিস্মিত করবে বলে আশাবাদী পুজোর উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুন: তাঁত শিল্পে নয়া ঝড়! লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাভের অঙ্ক, তাঁতিদের কপাল খুলল নতুন বিজনেস আইডিয়া
ময়ূরপুচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গসজ্জার অন্যতম উপকরণ। যার ফলে বৈষ্ণব ধর্মেও ময়ূরপুচ্ছের বিশেষ গুরুত্ব রয়েছে। অন্য দিকে, দেবী দুর্গা হলেন আদি শক্তির এক রূপ। শক্তি-সাধকরা তাঁকে নানা রূপে পুজো করেন। এই প্রেক্ষাপটে বাঁকুড়ার ওই পুজো কমিটির এ বারের শারদোৎসবের আয়োজনে ময়ূরপুচ্ছ সদৃশ সাজসজ্জা ব্যবহার করে আদতে উদ্যোক্তারা দু’টি ভিন্ন ধারার ঐশ্বরিক দর্শনকে এক সূত্রে বাঁধার এক অনন্য প্রয়াস করতে চেয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যোক্তারা জানিয়েছেন, বোধন থেকে শুরু করে বিসর্জন – পুজোর এই ক’টা দিন সমস্ত চিরন্তন রীতি মেনেই উমার আরাধনা করা হবে। পাশাপাশি, প্রতি দিন সন্ধ্যায় থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে, গানে তুলে ধরা হবে বাঙালির ঐতিহ্য, আবেগ ও কৃষ্টি।