গুরুত্বপূর্ণ এই রাস্তার ক্ষুদ্র এই অংশটি ইতিমধ্যেই ঝড় তুলেছে জেলায়। যদিও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার মাধ্যমেই চলছে জোরদার মেরামতির কাজ। তবুও বারবার কেন বেহাল হচ্ছে এই রাস্তা! মাটির প্রকৃতিকে দায়ী করছে ঠিকাদার সংস্থা। সাধারণ মানুষও দিচ্ছেন সেই একই বক্তব্য।
আরও পড়ুন: পাখির বাসা থেকে পরিবেশবান্ধব কলম, আরও কতকি! বাঁকুড়ার এই শুধু স্কুল, রাজ্যের গর্ব
advertisement
ঠিকাদার সংস্থার পক্ষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ২৪ ঘন্টা সাত দিন মেরামতির কাজ চলছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা এবং সরকারি অফিসিয়ালরা সর্বত্র দাঁড়িয়ে রয়েছেন মেরামতির সময়। তবে একটি বিশেষ অংশ বারবার খারাপ হচ্ছে বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই নিয়ে পাঁচ বার চলছে মেরামতির কাজ। যে অংশগুলি খারাপ হয়েছে সেই অংশগুলিতে বিটুমিনের পরিবর্তে পেভার ব্লক লাগিয়ে কাজ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কিছু জায়গায় মাটির প্রকৃতি খারাপ হওয়ার জন্য বারবার দেখা দিচ্ছে সমস্যা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রাস্তার সমস্যার কারণে। তবে প্রশাসনের তরফ থেকে কোন ত্রুটি নেই বলেই জানিয়েছেন তারা। মেরামতির কাজ দ্রুত গতিতে চলছে বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ১৪০ কোটি বাজেটের রাস্তার একটি বিশেষ অংশ বারবার চেষ্টা করার পরও হয়ে যাচ্ছে খারাপ। এই সমস্যার সমাধানে প্রশাসনের প্রচেষ্টার পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী





