চলতি মাসের ১১ অগাস্ট বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বালিগুমা জঙ্গলে কোতুলপুর ব্লকের ট্রান্সপোর্টের এক ব্যবসায়ীর গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ ব্যবসায়ী বিমান মন্ডলের গাড়ি আটকে গাড়িতে থাকা ১ লক্ষ ৩৪ হাজার টাকা ছিনতাই করে কিছু দুষ্কৃতি। এরপরেই তড়িঘড়ি ব্যবসায়ী বিমান মন্ডল জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেতেই জয়পুর থানার পুলিশ তদন্ত নামে।
advertisement
আরও পড়ুন: হচ্ছেটা কী ৩২ কোটির ড্যাম-বাঁধে! ব্যাক টু ব্যাক ভাঙন, কেন জানেন? যা বলছেন স্থানীয়রা
বিভিন্ন টেকনোলজি ও সোর্সকে কাজে লাগিয়ে বাঁকুড়ার জয়পুরের শালতোড়া থেকে মূল অভিযুক্ত শামীম রহমান মোল্লা ও মুজিবর মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে গড়বেতা থেকে নূরনবী খানকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে গত রাতে অর্থাৎ সোমবার ছিনতাই হওয়া ৫৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনার উদ্ধার হওয়ার এখনও তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: রাতের অন্ধকারে গোডাউনে চলছিল অবৈধ কারবার! হানা দিতেই অবাক পুলিশ, ডিইবি! তারপর যা হল…
পুলিশ তদন্তে নেমে এখনও অবধি ছিনতাই হওয়া পুরো টাকা উদ্ধার করতে না পারলেও তাদের তদন্তের গতি রীতিমতো খুশি করেছে ওই ব্যবসায়ীকে। তিনি আশাবাদী, পুলিশ অভিযুক্ত আরও তিনজনকে খুঁজে বের করবে এবং তার থেকে ছিনিয়ে নেওয়া বাকি টাকাও উদ্ধার করতে সক্ষম হবে।