আরও পড়ুন : বনগাঁ থেকে উদ্ধার ১০০ বেআইনি রান্নার গ্যাস
দিন কয়েক আগে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকায় স্থানীয় খালের জলে পরপর দুটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দৃশ্য রীতিমত স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশের মানুষকে । এরপর থেকেই আতঙ্কে এলাকার বাসিন্দারা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে । ফলত অধিকাংশ বাড়ি এখন ফাঁকা । আর বাড়ি ফাঁকা হয়ে পড়ার ঘটনায় রীতিমত পোয়া বারো চোরেদের ।
advertisement
আরও পড়ুন : মধ্যমগ্রামে ফ্লাটে ঢুকে গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ
গতকাল রাতের অন্ধকারে বিনা বাধায় ভেঙে পড়া বাড়ির আশপাশের দুটি বাড়িতে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । আজ বেলার দিকে বাড়িতে এসে ঘরের দরজায় তালাভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকদের । বাড়িতে ঢুকে দেখেন সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা । এমনিতেই বন্যার আতঙ্কে কাঁপতে থাকা জুনবেদিয়া এলাকায় নতুন করে চোরের উৎপাত দেখা দেওয়ায় রীতিমত শঙ্কিত এলাকার মানুষ ।