TRENDING:

একদিকে বন্যায় ভোগান্তি, অন্যদিকে চোরের উপদ্রব, এই দু'য়েই জেরবার বাঁকুড়ার জুনবেদিয়া

Last Updated:

একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা, এই বাবেই চলছে বাঁকুড়ার জনবেড়িয়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা । একে বন্যার আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া শহরের জুনবেদিয়া এলাকার মানুষের । তার উপর দেখা দিয়েছে চোরেদের উপদ্রব । বন্যার আতঙ্কে বাড়ি ছেড়ে পালানো একের পর এক বাড়ির দরজার তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল চোরের দল । আতঙ্কে কাঁপছে গোটা এলাকা ।
advertisement

আরও পড়ুন : বনগাঁ থেকে উদ্ধার ১০০ বেআইনি রান্নার গ্যাস

দিন কয়েক আগে বাঁকুড়ার জুনবেদিয়া এলাকায় স্থানীয় খালের জলে পরপর দুটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দৃশ্য রীতিমত স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশের মানুষকে । এরপর থেকেই আতঙ্কে এলাকার বাসিন্দারা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে । ফলত অধিকাংশ বাড়ি এখন ফাঁকা । আর বাড়ি ফাঁকা হয়ে পড়ার ঘটনায় রীতিমত পোয়া বারো চোরেদের ।

advertisement

আরও পড়ুন : মধ্যমগ্রামে ফ্লাটে ঢুকে গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতকাল রাতের অন্ধকারে বিনা বাধায় ভেঙে পড়া বাড়ির আশপাশের দুটি বাড়িতে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । আজ বেলার দিকে বাড়িতে এসে ঘরের দরজায় তালাভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকদের । বাড়িতে ঢুকে দেখেন সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা । এমনিতেই বন্যার আতঙ্কে কাঁপতে থাকা জুনবেদিয়া এলাকায় নতুন করে চোরের উৎপাত দেখা দেওয়ায় রীতিমত শঙ্কিত এলাকার মানুষ ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একদিকে বন্যায় ভোগান্তি, অন্যদিকে চোরের উপদ্রব, এই দু'য়েই জেরবার বাঁকুড়ার জুনবেদিয়া