বনগাঁ থেকে উদ্ধার ১০০ বেআইনি রান্নার গ্যাস
Last Updated:
বেশ কয়েকদিন ধরেই রমরমিয়ে চলছিল বেআইনি গ্যাসের কারবার ৷ অভিযান চালিয়ে জেলা এনফোর্সমেন্টের আধিকারিকরা ১০০ বেআইনি রান্নার গ্যাস আটক করা হয়েছে ৷
#বনগাঁ: বেশ কয়েকদিন ধরেই রমরমিয়ে চলছিল বেআইনি গ্যাসের কারবার ৷ অভিযান চালিয়ে জেলা এনফোর্সমেন্টের আধিকারিকরা ১০০ বেআইনি রান্নার গ্যাস আটক করা হয়েছে ৷
আরও পড়ুন: কলকাতায় বহুজাতিক সংস্থার পিৎজায় মিলল পোকা !
গোপন সুত্রে খবর পেয়ে বনগাঁ থানার ধরমপুকুর এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে প্রায় একশোটি রান্নার গ্যাস উদ্ধার করা হয়েছে।
advertisement
সাধন বিশ্বাস নামে হাবড়ার এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বল যোজনার গ্যাস অবৈর্ধ ভাবে জমায়েত করেছিল চড়া দামে বিক্রি করার জন্য।
advertisement
অভিযুক্ত সাধন বিশ্বাস পলাতক ৷ উদ্ধার হয়েছে ভরা গ্যাসের সিলিন্ডার ও ফাকা সিলিন্ডার । দীর্ঘ দিন ধরে অবৈর্ধ গ্যাসের ব্যবসা করছে ঘর ভাড়া নিয়ে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সুত্রে। ঘটনার তদন্তে জেলা এনফোর্সমেন্ট ব্যাঞ্চ।
Location :
First Published :
August 10, 2018 2:31 PM IST