এলাকার ছেলেরা মিলে তৈরি করেছে সিনেমাটি। সিনেমাটির পরিচালক কবির এবং গল্প লিখেছেন প্রীতিশ সহিষ। অভিনয় করেছেন প্রীতিশ, শোভন, শুভদীপ, বান্টি, শিলা এবং সূর্য। মূলত তিন জায়গায় করা হয়েছে শ্যুটিং খাতড়া, বারঘুট্টু, মুকুটমণিপুর। ক্যামেরা ও সম্পাদনা করেছেন সৌরভ এবং রাকেশ। এবার আসা যাক সব থেকে সিনেমার নাম এবং গল্পের দিকে। সিনেমাটির নাম ভূত বিবাহ।
advertisement
আরও পড়ুন: দেখলে কান্না পাবে, মুখে আটকে প্লাস্টিকের কৌটো! আমিরের উদ্যোগে প্রাণ বাঁচল মা ও ৬ ছানার
এটি একটি ভূতের এবং হাস্যরসাত্মক সিনেমা। প্রযোজক – প্রীতিশ সহিষ বলেন, “আমাদের গল্পটি তিনটি পার্টে হবে, আমাদের এই গল্পে, ভালবাসা, ভয়, হাসি এই সবের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। বাজেট ৭০ হাজার টাকা। তবে লোকাল ছেলেরা এত টাকা পেল কোথায়? মনে প্রশ্ন আসতেই পারে। লোকাল যে সব ব্যবসা রয়েছে তারাই করেছে স্পনসর। রয়েছে বেসরকারি ল্যাব, মুদি দোকান , মোবাইলের দোকান এবং, শুভাকাঙ্খী দাদা দিদিরা।”
আরও পড়ুন: বেকারদের জন্য সুখবর! রামকৃষ্ণ মিশনে মাত্র ৩ মাসের কোর্সে চাকরির সুযোগ, জানুন
এর আগেও একটি ছবি তৈরি করেছে এই দামাল ছেলেরা, যার নাম ত্যাগ। তবে ভূত বিবাহ এর মুক্তি হতে চলেছে ২৫ ডিসেম্বর। ৫০ মিনিটের এই শর্ট ফিল্ম, তিনটি পার্টে মুক্তি তবে বলে জানিয়েছেন লিড অ্যাক্টর প্রীতিশ সহীষ। তিনি জানান, “আমরা হচ্ছি লোকাল ছেলে। বাঁকুড়ার খাতড়ায় রয়েছে প্রচুর ভাল ভাল জায়গা, এগুলি শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। সেই থেকেই এমন চিন্তা ভাবনা। মনে একটা সুপ্ত ইচ্ছা আছে সিনেমায় অভিনয় করার।”
কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়, বাঁকুড়ার দামাল ছেলেরা, শুধুমাত্র অল্প কিছু পুঁজি, নিজেদের বন্ধুত্ব এবং নিজেদের প্রতিভাকে ব্যবহার করে তৈরি করছে একটি মৌলিক চিন্তাধারার ক্ষুদ্র চলচ্চিত্র। অনেকে জানেনই না। পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এই দামাল ছেলেরা। ২৫ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে, আপনি দেখবেন তো “ভূত বিবাহ”?





