বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সিমলাপাল সেতু। দিন দুয়েক থেকে বাঁকুড়া জেলায় একটানা বৃষ্টির ফলে বুধবার রাত থেকেই এই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে।
আরও পড়ুন: বোঝো কাণ্ড! মেরামতির আগেই জলের তলায় চলে গেল সেতু! বিচ্ছিন্ন একের পর এক গ্রাম
advertisement
সেতুর উপর দিয়ে বইতে থাকা জলের বেগ আন্দাজ করতে না পেরে সেতু পারাপারের সময় সেতুর মাঝখানে আটকে পড়ে তিনটি ট্রাক। বিপজ্জনকভাবে সেতুর উপর আটকে থাকা ওই ট্রাকগুলি থেকে আটকে পড়া ব্যক্তিদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া-ঝাড়গ্রামের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী