ওই ব্যক্তির কথা শুনে দিব্যেন্দুবাবুর সন্দেহ হলেও ওই প্রতারকের ব্যবহার এবং যখন শোনেন তিনি নিউ ব্যারাকপুর ব্রাঞ্চ থেকে বলছেন, আগামী কাল আধার কার্ড নিয়ে ব্যাঙ্কে এলে সব ঠিক হয়ে যাবে, কোন সমস্যা হবে না, শুধু সেই মুহুর্তে যে OTP গুলি যাবে সেগুলি জানাতে বলেন, এরপরই একেএকে দিব্যেন্দু বাবু ওটিপি শেয়ার করে যান। আর সঙ্গেসঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। যখন তিনি বুঝলেন তিনি ভুল করছেন,ততক্ষণে কাজ শেষ।
advertisement
আরও পড়ুন: বিহার থেকে রাজ্যে ঢুকল একটি বোলেরো গাড়ি, যা মিলল ভিতরে, চক্ষু চড়কগাছ সকলের!
ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৫টার কিছু আগে। তারপরই অসুস্থ বৃদ্ধ ছোটেন নিউ ব্যারাকপুর ব্রাঞ্চে, যেখানে তার অ্যাকাউন্ট রয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সব জানার পর যথাযথ সহযোগিতা করেন। কিন্তু যখন জানতে পারে টাকার অঙ্কটা ১লাখ ২০ হাজার, তখনই খুবই ভেঙে পড়েন বৃদ্ধ। নিউব্যারাকপুর থানায় অভিযোগ জানান তিনি। থানা থেকেও যথেষ্ট সহযোগিতা করা হয়। FIR করা হয়েছে নিউব্যারাকপুর থানায়।
আরও পড়ুন: এক সময়ের পদ্ম-তারকা, হঠাৎ তৃণমূলের প্রচারে হাজির! এই অভিনেতাকে নিয়ে শুরু তীব্র গুঞ্জন
ভারতীয় দন্ডবিধি আইনের ৪২০,৪০৬ ধারায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওই বৃদ্ধ। শারীরিক ভাবে অসুস্থ বৃদ্ধ জানান, তাঁর হার্টের সমস্যা রয়েছে। একটি জটিল অস্ত্রোপচারের জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন। তাই এই ভাবে এত গুলো টাকা গায়েব হওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিন। গোটা ঘটনার তদন্তে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।