Bonny Sengupta: এক সময়ের পদ্ম-তারকা, হঠাৎ তৃণমূলের প্রচারে হাজির! এই অভিনেতাকে নিয়ে শুরু তীব্র গুঞ্জন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bonny Sengupta: এ বছরের ২৫ জানুয়ারি বিজেপি ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বনি সেনগুপ্ত। তাঁর পথে আগেই হেঁটেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। (তথ্য ও ছবি: শ্রীপর্না দাশগুপ্ত)
advertisement
advertisement
বুধবার হাবড়ার ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেখা গেল বনি সেনগুপ্তকে। সেই প্রচার শেষে ফের তিনি বিজেপি-কে আক্রমণ শানিয়ে বলেন, ''বিজেপি-তে থেকে কোন কাজেই আসছিলাম না। ওদের কিছু পরামর্শ দিলেও বলত, দিল্লি থেকে অনুমতি নিতে হবে। কিন্তু সেই অনুমতি আর আসত না। ক্ষমতায় না থেকেও মানুষের জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তাই মনে হল এরকম দলের সঙ্গে থাকার থেকে না থাকা ভালো।''
advertisement
বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি সেনগুপ্ত। যা রাজ্যের রাজনৈতিক মহলে তো বটেই, সাড়া ফেলে দিয়েছিল টলি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। কারণ বনি যেখানে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন, সেখানে তাঁর প্রেমিকা কৌশানী (Koushani Mukherjee) তৃণমূল কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে লড়াই করেছিলেন। শেষমেশ অবশ্য প্রেমিকার দলের কাছাকাছিই চলে এলেন তিনি।
advertisement
তিনি জানিয়েছেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করেনি। পশ্চিমবঙ্গ ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নয়নের প্রতিশ্রুতি পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার কোনও রোডম্যাপও তিনি দেখতে পাননি। তাই, বিজেপির সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। আর এবার তৃণমূলের প্রচারে তাঁকে দেখতে পেয়ে অনেকেই বলছেন, তৃণমূলে নাম লেখানো বনি সেনগুপ্তর কাছে এখন শুধু সময়ের অপেক্ষা।