জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছন বছর ২৫-এর মোহাম্মদ আশরাফুল, যিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। সিঙ্গাপুরে তিনি কাজের সূত্রে থাকেন। কলকাতা হয়ে তার ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ট্রানজিট লাউঞ্জে বসে থাকার সময় আচমকা লাউঞ্জের কাচ ভেঙে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখনই সিআইএসএফ কর্মীরা তাকে আটক করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।
advertisement
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কিছু অসংলগ্ন মন্তব্য করতে থাকেন। তিনি জানান, ‘আল্লাহ তাঁকে বলেছেন সূর্যের আলোয় তাঁর ক্ষমতা বাড়াবে’। এই মন্তব্যে অবাক হয়ে যান নিরাপত্তারক্ষীরা। এরপর, সিআইএসএফ এর পক্ষ থেকে তাকে তুলে দেওয়া হয় এনএসসিবিআই বিমানবন্দর থানার হাতে। সেখানে আরও জিজ্ঞাসাবাদের পর আশরাফুলকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।
এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের মানসিক অবস্থার পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের সাহায্য নেওয়া হতে পারে। পাশাপাশি তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করেছে বিধাননগর কমিশনারেট।
Rudra Narayan Roy