TRENDING:

কলকাতা বিমানবন্দরে কাঁচ ভাঙলেন কেন? ধৃত বাংলাদেশি যুবককে জেরায় যা উঠে এল...চমকে উঠলেন তদন্তকারীরা

Last Updated:

Bangladeshi Arrested from Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে কাচ ভেঙে পালানোর চেষ্টা করা ধৃত বাংলাদেশি যুবককে জেরা করতেই অবাক হলেন তদন্তকারীরা! যুবক জানান, 'আল্লাহ তাঁকে বলেছেন সূর্যের আলোয় তাঁর ক্ষমতা বাড়াবে'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দমদম: কলকাতা বিমানবন্দরে কাচ ভেঙে পালানোর চেষ্টা করা ধৃত বাংলাদেশি যুবককে জেরা করতেই অবাক তদন্তকারীরা! যুবক জানান, ‘আল্লাহ তাঁকে বলেছেন সূর্যের আলোয় তাঁর ক্ষমতা বাড়াবে’। এদিন ধৃতকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হয়। কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট টার্মিনালে গতকাল ঘটা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। বিমানবন্দরের টার্মিনাল থেকে কাঁচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন ওই বাংলাদেশি যুবক। সিআইএসএফের তৎপরতায় সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। পরে এনএসসিবিআই বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে।
বিমানবন্দর থানা
বিমানবন্দর থানা
advertisement

জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছন বছর ২৫-এর মোহাম্মদ আশরাফুল, যিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। সিঙ্গাপুরে তিনি কাজের সূত্রে থাকেন। কলকাতা হয়ে তার ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ট্রানজিট লাউঞ্জে বসে থাকার সময় আচমকা লাউঞ্জের কাচ ভেঙে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখনই সিআইএসএফ কর্মীরা তাকে আটক করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

advertisement

আরও পড়ুনঃ ব্র্যান্ডেড শ্যাম্পু ভেবে কী মাখছেন রোজ রোজ? বিরাট প্রতারণা চক্রের পর্দাফাঁস, আপনার শ্যাম্পু নেই তো তালিকায়? গ্রেফতার ৯

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কিছু অসংলগ্ন মন্তব্য করতে থাকেন। তিনি জানান, ‘আল্লাহ তাঁকে বলেছেন সূর্যের আলোয় তাঁর ক্ষমতা বাড়াবে’। এই মন্তব্যে অবাক হয়ে যান নিরাপত্তারক্ষীরা। এরপর, সিআইএসএফ এর পক্ষ থেকে তাকে তুলে দেওয়া হয় এনএসসিবিআই বিমানবন্দর থানার হাতে। সেখানে আরও জিজ্ঞাসাবাদের পর আশরাফুলকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

advertisement

View More

এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের মানসিক অবস্থার পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের সাহায্য নেওয়া হতে পারে। পাশাপাশি তার পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত করেছে বিধাননগর কমিশনারেট।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Rudra Narayan Roy 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতা বিমানবন্দরে কাঁচ ভাঙলেন কেন? ধৃত বাংলাদেশি যুবককে জেরায় যা উঠে এল...চমকে উঠলেন তদন্তকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল