আরও পড়ুন: গ্রামে বেশি বেশি করে হোম স্টে চাইছেন পটশিল্পীরা! ভোটের আগে এ কী কাণ্ড
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরপ্রধানের সঙ্গে পাম্প স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন পুরসভার ইঞ্জিনিয়াররাও। এদিকে তীব্র গরমে কাঁসাই নদীর জলের স্তর ক্রমশই নেমে যাচ্ছে। তাই সরজমিনে তা খতিয়ে দেখা হয় পুরসভার পক্ষ থেকে। এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, কাঁসাই নদীর জলের স্তর অনেকটাই নিচে নেমে গেছে। চারিদিকে শুধু বালি আর বালি। জল প্রায় শুকিয়ে গেছে। এখানে মাত্র ছয়টি পাম্প বর্তমানে সক্রিয় রয়েছে। আমরা নতুন করে বোরিং করার চেষ্টা করছি।
advertisement
পুরুলিয়া জেলায় জলের প্রধান উৎস কাঁসাই নদী। প্রতিবছরই গ্ৰীষ্ণের প্রখর দাবদাহে জলের স্তর নেমে যায় কাঁসাই নদীতে। আর তাতেই চরম জলকষ্টে ভুগতে হয় জেলার মানুষদের। পুরসভার পক্ষ থেকে লাগাতার পদক্ষেপ নেওয়া হচ্ছে জল সংঙ্কট রোধ করতে। আগামী দিনে জলেরস্তর স্বাভাবিক রাখতে পুরসভা ঠিক কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই আশা জেলাবাসীর।
শর্মিষ্ঠা ব্যানার্জি





