Lok Sabha Election 2024: গ্রামে বেশি বেশি করে হোম স্টে চাইছেন পটশিল্পীরা! ভোটের আগে এ কী কাণ্ড

Last Updated:

Lok Sabha Election 2024: পিংলায় রয়েছে প্রায় ১৩০ এরও অধিক পট শিল্পী পরিবারের বসবাস। প্রতিদিন তাঁরা বিভিন্ন প্রাকৃতিক কিংবা কৃত্রিম রং দিয়ে ফুটিয়ে তোলেন নানান ছবি

+
প্রতীকী

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুর: এই জেলা বহু শিল্পের আঁতুর ঘর। পিংলা থানার নয়াগ্রামে এলে মন জুড়াবে আপনার। কাপড়, ক্যানভাসের উপর আঁকা বিভিন্ন সচেতনতামূলক ধর্মীয় ছবি এক একটি অ্যাসেট। পট শিল্পীদের হাতে তৈরি একাধিক পট বেশ আনন্দ দেবে। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে একাধিক দাবি রয়েছে পট শিল্পীদের। শিল্পীদের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এবং এলাকার সামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় রয়েছে প্রায় ১৩০ এরও অধিক পট শিল্পী পরিবারের বসবাস। প্রতিদিন তাঁরা বিভিন্ন প্রাকৃতিক কিংবা কৃত্রিম রং দিয়ে ফুটিয়ে তোলেন নানান ছবি। সাদা ক্যানভাস জুড়ে কখনও ধর্মীয় আবার কখনও সচেতনতামূলক নানান ছবি তৈরি করেন তারা। শুধু তাই নয়, ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে গানও বাঁধেন। পট চিত্র এঁকে চলে সারাদিনের রুটি রুজি। তবে সামনে লোকসভা নির্বাচন। ভোট উৎসবে অংশ নেবে পট শিল্পীরা। তবে নির্বাচনের আগে একাধিক দাবি জোরাল হচ্ছে শিল্পীদের।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রতিদিন জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক আসেন এই গ্রামে। শুধু তাই নয়, গোটা গ্রাম ঘুরে দেখে কেনেন নানান পট। এই বিক্রি বাটা থেকেই আয় হয় এখানকার শিল্পীরা। এই ব্যবসার প্রসার আরও বাড়াতে তাঁরা দাবি জানিয়েছেন, গ্রামে বাড়াতে হবে হোম স্টের সংখ্যা। যাতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে রাত্রিযাপন করতে পারেন। এছাড়াও শিল্পীদের ছবি বিক্রির জন্য স্থানীয় বাজার বা হাট করে দেওয়ার দাবি তোলা হয়েছে।
advertisement
এছাড়াও এলাকার পানীয় জল নিকাশির ব্যবস্থা এবং সামাজিক উন্নতির দাবি জানিয়েছেন পট শিল্পীরা। প্রসঙ্গত এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে টলিউডের সুপার ফাইট দেখা যাচ্ছে। তৃণমূল প্রার্থী করেছে বিদায় সাংসদ প্রার্থী দেব’কে। অপরদিকে বিজেপির প্রার্থী খড়গপুরের বিধায়ক তথা আরেক টলিউড তারকা হিরণ। স্বাভাবিকভাবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে নির্বাচনে জয়লাভের পর কতটা সমস্যার সমাধান হয় শিল্পীদের সেটাই এখন দেখার।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: গ্রামে বেশি বেশি করে হোম স্টে চাইছেন পটশিল্পীরা! ভোটের আগে এ কী কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement