Bangla Video: শিকড়ের টান! ঘরের মেয়ের হাত ধরে ওড়িশার পটচিত্র বাংলার মাটিতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bangla Video: বাংলার থেকে ওড়িশার পটচিত্রের বেশ কিছু ফারাক আছে। তিন শূন্য নম্বরের তুলি দিয়ে এই পটচিত্র আঁকা হয়। কাজগুলি হয় অতি সূক্ষ্ম
নদিয়া: একেই বলে শিকড়ের টান। ওড়িশার বিখ্যাত একক পটচিত্র প্রদর্শনী জন্মভূমি বাংলার বুকে নিয়ে এলেন গৃহবধূ শুভশ্রী চ্যাটার্জী। পটচিত্র একটি প্রাচীন শিল্পকলা যা বাংলা ও ওড়িশা দুই রাজ্যেই বহুল প্রচলিত। পূর্বে এর কাজ অনেক বেশি প্রচলিত থাকলেও বর্তমানে ধীরে ধীরে চল কমে আসছে। বাংলায় আজকাল পটচিত্র বলতে বেশ কিছু মেলার স্টলগুলিতে দেখতে পাওয়া যায়। এছাড়া বেশ কিছু প্রাচীন ঘরাণার দুর্গা প্রতিমার চালচিত্রে পটচিত্রের কাজ আজও দৃশ্যমান।
যদিও বাংলা থেকে ওড়িশার পটচিত্রের বেশ কিছু ফারাক আছে। তিন শূন্য নম্বরের তুলি দিয়ে এই পটচিত্র আঁকা হয়। কাজগুলি হয় অতি সূক্ষ্ম। বেশিরভাগ পটচিত্র হয় জগন্নাথ দেব, মহাপ্রভুর উপরে করা হলেও গণেশ, সরস্বতী, কালী ইত্যাদি দেব দেবতারও দেখা মেলে। নদিয়ার শান্তিপুরের মেয়ে শুভশ্রী চ্যাটার্জির ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল প্রবল। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকার প্রশিক্ষণ নেন। এরপর বিবাহ সূত্রে চলে যান ভুবনেশ্বরে। সেখানে গিয়েই তিনি প্রথম ওড়িশার পটচিত্রের প্রতি আগ্রহ প্রকাশ করেন। এরপর ওখানেই তিনি পট চিত্রের প্রশিক্ষণ নেন। এরপর বেশ কিছু পটচিত্র তিনি তৈরি করার পরে অনেকেই তাঁকে পরামর্শ দেন শান্তিপুর এসে একটি প্রদর্শনী করার।
advertisement
advertisement
এর পরেই এমন এক সুন্দর শিল্পকলা শান্তিপুরবাসীর কাছে তুলে ধরার জন্য শান্তিপুর কলা তীর্থে ২৭ ও ২৮ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় একক পটচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। যদিও সাধারণ দু একটি রং কে ব্যবহার করেই বেশ কিছু রঙ তৈরি করে এই পটচিত্র তৈরি করা হলেও অ্যাক্রেলিক রং-এর উপর ভিত্তি করে এই পটচিত্র গুলি এঁকেছেন বলেই জানান শিল্পী শুভশ্রী চ্যাটার্জী। এর আগে ২৫ তারিখে ওড়িশাতেও তিনি একটি প্রদর্শনী করেন। তবে শান্তিপুর তাঁর নিজের শহর বলে পরপর দুইদিন তিনি শান্তিপুরে তাঁর শিল্পকলা তুলে ধরেন।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: শিকড়ের টান! ঘরের মেয়ের হাত ধরে ওড়িশার পটচিত্র বাংলার মাটিতে