বৃদ্ধ রুইদাস ধরের (৮৫) বাড়ি কাঁচরাপাড়ার ২৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লীতে। সেই চিনি এসে ঠাঁই নিয়েছিলেন শান্তিপুর পুরসভার নতুনহাট দিশারীতে। বৃদ্ধের দুই সন্তান রাম ও লক্ষণের সঙ্গে কথা বলার শান্তিপুরের পুরপ্রধান নিজে কথা বলে বৃদ্ধ রুইদাস ধরে অভিমান ভাঙান। রাজি করান ছেলেদের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য। অপরদিকে বাবাকে শ্রদ্ধা এবং যত্নের সঙ্গে রাখার বিষয়ে দুই ছেলেকে নির্দেশ দেন তিনি।
advertisement
আরও পড়ুন: বিষহরি পুজোয় আজও মানা হয় প্রাচীন রীতি
অন্যদিকে ছেলেরাও তাঁদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। জানান এই ধরনের ঘটনা আর ঘটবে না ভবিষ্যতে। সেই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিয়ে দুই ভাই বাবার সঙ্গে দিশারীতে এক টেবিলে বসে খেয়ে মহা আনন্দে বাবাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন।
উল্লেখ্য, শান্তিপুর পুরসভা নিরাশ্রয়ী মানুষদের জন্য দিশারী গড়ে তুলেছে। ধীরে ধীরে তার উপযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই অনেকে সেখানে থাকেন এবং দুবেলা খাওয়া দাওয়া করেন। অসহায় বয়স্ক মানুষদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠছে এই দিশারী।
মৈনাক দেবনাথ