TRENDING:

Bangla Video: বাহিনীর থাকা স্কুলগুলো যেন নরক গুলজার! স্কুল খুললে পঠনপাঠন নিয়ে চিন্তা

Last Updated:

Bangla Video: স্কুল চত্বরগুলিতে গেলেই দেখা মিলছে চার দিকে খাবার ও খাবারের প্যাকেট পড়ে আছে। ক্লাসরুমে বেঞ্চ ভাঙা, আবর্জনায় ভর্তি। খারাপ হয়ে গিয়েছে পাখা সহ অন্যান্য ইলেকট্রিক সামগ্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ভোটপর্বে ব্যবহার করা হয়েছিল একাধিক স্কুল। কিন্তু সেই ভোটপর্ব মিটেগেলেও এখনও নির্বাচনী প্রয়োজনে গড়ে তোলা পরিকাঠামো সরানো হয়নি বহু স্কুল থেকে। ফলে স্কুল খুললে পঠনপাঠন কীভাবে চলবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement

স্কুল চত্বরগুলিতে গেলেই দেখা মিলছে চার দিকে খাবার ও খাবারের প্যাকেট পড়ে আছে। ক্লাসরুমে বেঞ্চ ভাঙা, আবর্জনায় ভর্তি। খারাপ হয়ে গিয়েছে পাখা ও অন্যান্য ইলেকট্রিক সামগ্রী। নির্বাচন মেটার পর এমনই পরিস্থিতি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া অনেক স্কুলের। কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ অবশ্য নিজেরাই পরিষ্কার করে নিয়েছেন। যে সব স্কুলে শুধু ভোটগ্রহণ কেন্দ্র হয়েছিল সেখানকার পরিস্থিতি তুলনায় ভাল। তবে ভোটের জন্য যে সব স্কুলে দীর্ঘ দিন কেন্দ্রীয় বাহিনী ছিল, কিংবা যেখানে গণনা কেন্দ্র করা হয়েছিল তাদের পরিস্থিতি রীতিমতো বেহাল।

advertisement

আর‌ও পড়ুন: এই গ্রামের ঘরে ঘরে দই রাখার মাটির হাঁড়ি তৈরি হয়, কেনে রাজ্যের সব মিষ্টি দোকান

এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠণের সম্পাদক চন্দন কুমার মাইতি। তিনি জানান, একাধিক জায়গা থেকে স্কুলের বেয়াল অবস্থার খবর আসছে। নিজের স্কুল চত্বরের পরিস্থিতিও খুব একটা ভাল নয়। প্রশাসনকে বলব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বাহিনীর থাকা স্কুলগুলো যেন নরক গুলজার! স্কুল খুললে পঠনপাঠন নিয়ে চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল