স্কুল চত্বরগুলিতে গেলেই দেখা মিলছে চার দিকে খাবার ও খাবারের প্যাকেট পড়ে আছে। ক্লাসরুমে বেঞ্চ ভাঙা, আবর্জনায় ভর্তি। খারাপ হয়ে গিয়েছে পাখা ও অন্যান্য ইলেকট্রিক সামগ্রী। নির্বাচন মেটার পর এমনই পরিস্থিতি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া অনেক স্কুলের। কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ অবশ্য নিজেরাই পরিষ্কার করে নিয়েছেন। যে সব স্কুলে শুধু ভোটগ্রহণ কেন্দ্র হয়েছিল সেখানকার পরিস্থিতি তুলনায় ভাল। তবে ভোটের জন্য যে সব স্কুলে দীর্ঘ দিন কেন্দ্রীয় বাহিনী ছিল, কিংবা যেখানে গণনা কেন্দ্র করা হয়েছিল তাদের পরিস্থিতি রীতিমতো বেহাল।
advertisement
আরও পড়ুন: এই গ্রামের ঘরে ঘরে দই রাখার মাটির হাঁড়ি তৈরি হয়, কেনে রাজ্যের সব মিষ্টি দোকান
এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠণের সম্পাদক চন্দন কুমার মাইতি। তিনি জানান, একাধিক জায়গা থেকে স্কুলের বেয়াল অবস্থার খবর আসছে। নিজের স্কুল চত্বরের পরিস্থিতিও খুব একটা ভাল নয়। প্রশাসনকে বলব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।
নবাব মল্লিক