পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুদ্ধদেব বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরেই স্কুলের এই রাস্তায় অল্প বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায়। এই জল জমে থাকার কারণে ছোট ছোট পড়ুয়াদের স্কুলে আসতে খুবই সমস্যা হয়। অনেক অভিভাবক তাঁদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান। বাধ্য হয়ে আমাদের বুঝিয়ে পড়ুয়াদের বিদ্যালয়ে নিয়ে আসতে হয়। এছাড়াও এই জমা জলের জন্য মশার উপদ্রব বেড়ে নানান অসুখ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
advertisement
আরও পড়ুন: জল কিনতেই বেরিয়ে যাচ্ছে সব টাকা! বৃষ্টির অভাবে পাট পচাতে গিয়ে মাথায় হাত চাষিদের
বর্ষাকাল শুরু হলেই বিভিন্ন জায়গায় জল জমে থাকার মত ছবি ধরা পড়ে। তবে বিদ্যালয়ের সামনে এভাবে জল জমে থাকার বিষয়টি বেশ আশ্চর্যজনক। রীতিমত পায়ের জুতো হাতে নিয়ে ক্ষুদে পড়ুয়াদের প্রবেশ করতে হচ্ছে বিদ্যালয়ে। এভাবে প্রতিদিন যাতায়াত করতে থাকলে পড়ুয়াদের শরীর খারাপও হতে পারে বলে মত নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষকের। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ অভিভাবকদের।
বনোয়ারীলাল চৌধুরী