কারণ হিসেবে জানা গিয়েছে, জলের কল থাকলেও তা থেকে পড়ে না জল। টিউবওয়েল অকেজো থাকার কারণে পানীয় জলের ব্যবস্থা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। তাই কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে উদ্যোগ গ্রহণ করে দুটি পাম্প বসানোর ব্যবস্থা গ্রহণ করলেন কান্দি মহকুমা আদালত চত্বরে। কান্দি মহকুমা আদালতে আসা সাধারণ মানুষজনের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: অস্বাভাবিক গরমে ধাক্কা খেয়েছে পর্যটন, বৃষ্টির অপেক্ষায় ব্যবসায়ীরা
কান্দি থানার আইসি মৃণাল সিনহার এই উদ্যোগে খুশি সকলেই। তীব্র দাবদহের কারণে মাটির নিচে অনেকটাই জলস্তর নেমে গিয়েছে। যার কারণে জল সঙ্কট তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। কান্দি মহকুমা আদালতে আসা সাধারণ মানুষজন জলকষ্টে ভুগতেন। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই দুটি সাবমার্সিবল টিউবওয়েল বসানোর ব্যবস্থা গ্রহণ করেন কান্দি থানার আইসি। পুলিশের এই ভূমিকায় খুশি সকলেই।
কৌশিক অধিকারী